Mahendra Singh Dhoni and Ziva, IPL 2023: ম্যাচ শেষ হতেই ধোনির কাছে ছুট্টে এল জিভা, বাপ-বেটির খুনসুটিতে মাতল ক্রিকেট দুনিয়া
ম্যাচ চলাকালীনও সাক্ষীর সঙ্গে জিভাকে গ্যালারিতে দেখা গেছে। ধোনি যখন ব্যাট করতে নেমেছিলেন, আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন জিভা। আকাশের দিকে দুহাত তুলে নাচানাচি করছিল। এরপর যখন ধোনি ছক্কা মারেন, দুটি আঙুল মুখের মধ্যে ভরে শিস দেওয়ার চেষ্টা করছিল জিভা।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজের যুদ্ধে তিনি আগ্রাসী মেজাজে থাকেন। তবে তাঁর কোলে জিভা থাকলে একেবারে অন্য রকম মেজাজে থাকেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। বাপ-বেটির সেই খুনসুটির সেই ভিডিয়োর সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। দিল্লি ক্যাপিটালসকে (Dlehi Capitals) ২৭ রানে হারানোর পরেই মাঠে ছুট্টে চলে আসে ছোট্ট জিভা (Ziva Singh Dhoni)। ধোনির মেয়েকে দেখে তার সঙ্গে খেলায় মেতে ওঠেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সেই ভিডিয়ো ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি। পরে ধোনিকেও তাঁর মেয়েকে সময় কাটাতে দেখা যায়।
ম্যাচ চলাকালীনও সাক্ষীর সঙ্গে জিভাকে গ্যালারিতে দেখা গেছে। ধোনি যখন ব্যাট করতে নেমেছিলেন, আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন জিভা। আকাশের দিকে দুহাত তুলে নাচানাচি করছিল। এরপর যখন ধোনি ছক্কা মারেন, দুটি আঙুল মুখের মধ্যে ভরে শিস দেওয়ার চেষ্টা করছিল জিভা। চেন্নাই সুপার কিংসের প্রায় প্রতিটা ম্যাচেই মায়ের সঙ্গে গ্যালারিতে হাজির থাকে এবং বাবাকে উৎসাহিত করে কোলের মেয়ে।
এর আগে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ম্যাচে হাজির ছিল জিভা। সেই ম্যাচে চেন্নাইয়ের ইনিংসের ১৯তম ওভারে জাদেজা যখন ব্যাট করছিলেন, তাঁর বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন ওঠে। আম্পায়ার তাঁকে নট আউট ঘোষণা করেন। এরপর বোলার রিভিউ নেন। টিভি আম্পায়ার নট আউট ঘোষণা করলে খুশিতে নাচতে থাকে জিভা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
আরও পড়ুন: Mahendra Singh Dhoni and Deepak Chahar: মেজাজ হারিয়ে দীপক চাহারকে চড় মারলেন ধোনি, ভাইরাল হল ভিডিয়ো
আরও পড়ুন: Mahendra Singh Dhoni: সতীর্থদের উদ্দেশে কোন বড় বার্তা দিলেন 'ক্যাপ্টেন কুল'? জেনে নিন
— IndianPremierLeague (@IPL) May 11, 2023
এদিকে বুধবারের চিপকে ফের পুরনো মেজাজে ধরা দিলেন ধোনি। তাঁর ঝোড়ো ইনিংসে ভর করেই ম্যাচ জিতল চেন্নাই। প্লে অফের দৌড়ে নিজেদের জায়গাও প্রায় পাকা করে ফেলল ইয়েলো আর্মি। অন্যদিকে, প্লে অফের লড়াই থেকে কার্যত ছিটকে গেল দিল্লি। পয়েন্ট তালিকায় সকলের নীচেই রয়েছে ডেভিড ওয়ার্নারের দল।
চলতি আইপিএল-কেই ধোনির শেষ টুর্নামেন্ট বলে ধরে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আর টুর্নামেন্টের শুরু থেকেই মারমুখী ফর্মে রয়েছেন ক্যাপ্টেন কুল নিজেও। মাত্র ৯ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেললেন থালা ধোনি। দুটি ছক্কা ও একটা চারের সৌজন্যে ৮ উইকেটে ১৬৭ রান তোলে চেন্নাই। অধিনায়ককে সঙ্গত করেন রবীন্দ্র জাদেজা (১৬ বলে ২১)। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪০ রানে আটকে যায় দিল্লি। দীপক চাহার (২৮/২) আর মাথিশা পাথিরানার (৩৭/৩) দাপটে একের পর এক উইকেট হারায় দিল্লি। ফলে ২৭ রানে জিতে প্লে অফ খেলা কার্যত নিশ্চিত করে ফেলে চেন্নাই।