MS Dhoni 200thInCSK, CSK vs RR: মাইলস্টোন ম্যাচে টসের সময় আবেগতাড়িত হয়ে পড়লেন 'ক্যাপ্টেন কুল'

ধোনি আইপিএলে ২১৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১২৫ ম্যাচ জিতেছেন। হেরেছেন ৮৭ ম্যাচ। আইপিএল সিক্সটিনে ধোনির দল তিন ম্যাচ খেলে দুই ম্যাচ জিতেছে। এই মহূর্তে পয়েন্ট টেবলে পাঁচে সিএসকে। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 12, 2023, 07:46 PM IST
MS Dhoni 200thInCSK, CSK vs RR: মাইলস্টোন ম্যাচে টসের সময় আবেগতাড়িত হয়ে পড়লেন 'ক্যাপ্টেন কুল'
বিশেষ স্মারক দিয়ে ধোনিকে সংবর্ধনা জানালেন নারায়নস্বামী শ্রীনিবাসন। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল-এর (IPL) মঞ্চে নতুন ইতিহাস গড়লেন মহেন্দ্র সিং ধোনি (Mahendara Singh Dhoni)। একাধিক রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার ভুরি ভুরি নজির রয়েছে তাঁর বায়োডেটায়। তবে বুধবার অর্থাৎ আজ সন্ধ্যায় ধোনি যখন টস করতে নেমেই, লিখে ফেললেন ইতিহাস। যে ইতিহাস এর আগে কেউ কখনও ক্রোড়পতি লিগে লিখতে পারেননি। 

চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (M.A. Chidambaram Stadium) ধোনির চেন্নাই সুপার কিংসের লড়াই ছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে। আর এটিই ছিল ধোনির সিএসকে-র ক্যাপ্টেন হিসেবে ধোনির ২০০ নম্বর ম্যাচ। এর আগে কোনও অধিনায়ক আইপিএলে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০ বার নেতৃত্ব দেননি। যা করে দেখালেছন মাহি। তবে পরিসংখ্যান বলছে টি-২০ লিগে ধোনি ইতিমধ্যেই অধিনায়কত্বের ডাবল হান্ড্রেড করে ফেলেছেন। এর মধ্যে রয়েছে ২০১৬ সালে রাইজিং পুণে সুপারজায়েন্টসকে (Rising Pune Supergiants) নেতৃত্ব দেওয়ার গল্পও।  

আরও পড়ুন: MS Dhoni, CSK: তামিলনাড়ু থেকেই ধোনির চেন্নাইকে ব্যান করার দাবি উঠল! কিন্তু কেন? জানতে পড়ুন

আরও পড়ুন: Ajinkya Rahane and Hanuma Vihari, WTC Final 2023: কোন দুই উঠতি তারকার পরিবর্তে রোহিতের সংসারে ফিরতে পারেন রাহানে-হনুমা

টসের সময় ধোনি বলেন, "আইপিএল-এর ইতিহাসে একটি দলের হয়ে ২০০টা ম্যাচ অধিনায়কত্ব করে ফেললাম। এটা আমার কাছে বড় প্রাপ্তি। চিপকে বরাবরই জন সমর্থন পেয়েছি। এবারও চেন্নাইয়ের ক্রিকেটপ্রেমীরা সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে।" 

এবারের আইপিএল-এর শুরুটা অন্য স্টেডিয়ামে করেছিল চেন্নাই। রাজস্থানের বিরুদ্ধে নতুন স্টেডিয়ামে খেলছেন তাঁরা। সেই অনুভূতি বোঝাতে গিয়ে ধোনি বলেছেন, "আমরা পুরনো স্টেডিয়ামে খেলা শুরু করেছিলাম। ওখানে খুব গরম লাগত। কিন্তু এই স্টেডিয়ামে মনে হচ্ছে যেন সুইৎজারল্যান্ডে আছি। খেলতে অনেক সুবিধা হচ্ছে।"

ধোনি আইপিএলে ২১৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১২৫ ম্যাচ জিতেছেন। হেরেছেন ৮৭ ম্যাচ। আইপিএল সিক্সটিনে ধোনির দল তিন ম্যাচ খেলে দুই ম্যাচ জিতেছে। এই মহূর্তে পয়েন্ট টেবলে পাঁচে সিএসকে। ধোনি অ্যান্ড কোং গুজরাত টাইটান্সের কাছে হেরেই আইপিএল অভিযান শুরু করেছে। তবে লখনউ সুপার জায়েন্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাক-টু-ব্যাক জিতেছে তাঁর দল। এদিন খেলা শুরু হওয়ার আগে সোনার কয়েন দিয়ে তৈরি বিশেষ স্মারক দিয়ে সংবর্ধনা জানালেন নারায়নস্বামী শ্রীনিবাসন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.