Mahendra Singh Dhoni, IPL 2023: কত টাকা ইনকাম ট্যাক্স দিলেন ধোনি? অঙ্কটা শুনলে মাথা ঘুরে যাবে!

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার প্রায় তিন বছর পরও ধোনির এই আয়কে ঈর্ষণীয় বলতে হয়। এর আগে ২০১৯-২০ সালে ধোনি কর দিয়েছিলেন ২৮ কোটি । ২০১৮-১৯ সালেও সমান কর প্রদান করেছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Apr 5, 2023, 05:11 PM IST
Mahendra Singh Dhoni, IPL 2023: কত টাকা ইনকাম ট্যাক্স দিলেন ধোনি? অঙ্কটা শুনলে মাথা ঘুরে যাবে!
মাঠের বাইরেও নজির গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজের যুদ্ধে একের পর এক নজির গড়েছেন। এবার মাঠের বাইরের জীবনেও মহানুভবতার পরিচয় দিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ভারতের একাধিক সেলিব্রেটি আয়কর (Income Tax) ফাঁকি দিতে ব্যস্ত থাকেন। সেখানে আয়কর দিয়ে নতুন নজির গড়ে ফেললেন। ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও, দেশের অর্থনীতিতে আগের মতো অবদান রেখে চলেছেন টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। ভারতের আয়কর বিভাগের দেওয়া তথ্যমতে, এবারও এককভাবে নিজ রাজ্য ঝাড়খন্ডের সবচেয়ে বেশি করদাতা হয়েছেন 'ক্যাপ্টেন কুল' (Captain Cool)। 

ভারতের আয়কর বিভাগের তথ্য অনুসারে, ২০২২-২৩ সালে ধোনির আয় ছিল আগের আর্থিক বছরের প্রায় সমান। গত ৩১ মার্চ শেষ হওয়া আর্থিক বছরের জন্য আয়কর বিভাগে অগ্রিম ৩৮ কোটি টাকা কর দিয়েছেন। এর আগে ২০২০-২১ সালের ধোনি আগাম কর দিয়েছিলেন প্রায় ৩০ কোটি টাকা। অর্থনীতি বিশেষজ্ঞদের দাবি ৩৮ কোটি টাকা কর দেওয়া ধোনির বাৎসরিক আয় আনুমানিক ১৩০ কোটি।  

আরও পড়ুন: Rishabh Pant, DC vs GT: প্রিয় দিল্লির ম্যাচ দেখতে ক্রাচ হাতে স্টেডিয়ামে ঋষভ, ভিডিয়ো হল ভাইরাল

আরও পড়ুন: Shreyas Iyer Injury, IPL 2023: বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া ও কেকেআর! আইপিএল-বিশ্ব টেস্ট ফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রেয়স

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার প্রায় তিন বছর পরও ধোনির এই আয়কে ঈর্ষণীয় বলতে হয়। এর আগে ২০১৯-২০ সালে ধোনি কর দিয়েছিলেন ২৮ কোটি । ২০১৮-১৯ সালেও সমান কর প্রদান করেছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। এছাড়া ২০১৭-১৮ সালে ধোনি কর দিয়েছিলেন ১২ কোটি ১৭ লাখ। ২০১৬-১৭ সালে তিনি কর দিয়েছিলেন ১০ কোটি ৯৩ লাখ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.