Harbhajan Singh: খুব করে চেয়েও পাননি সুযোগ, এখনও বুকে আক্ষেপের যন্ত্রণা! অবশেষে মুখ খুললেন হরভজন

Harbhajan Singh wanted to play for Punjab Kings in the last 2-3 years of his career: হরভজন সিংয়ের ২৩ বছরের বর্ণময় কেরিয়ার। আইপিএলও খেলেছেন চুটিয়ে। রয়েছে তাঁর চারটি খেতাব। তবুও হরভজনের আক্ষেপ রয়ে গিয়েছে। তিনি যেভাবে আইপিএল শেষ করতে চেয়েছিলেন। সেভাবে পারেননি। এই আক্ষেপকে নিয়েই এবার অকপট ভাজ্জি।  

Updated By: Apr 21, 2023, 02:35 PM IST
Harbhajan Singh: খুব করে চেয়েও পাননি সুযোগ, এখনও বুকে আক্ষেপের যন্ত্রণা! অবশেষে মুখ খুললেন হরভজন
হরভজন সিং অকপট!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর দুয়েক আগের, ডিসেম্বরের শেষের দিকে। তখন হরভজন সিংয়ের (Harbhajan Singh) বয়স ছিল ৪০ বছর। সব রকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন কিংবদন্তি স্পিনার। ভারতীয় দলের প্রাক্তন অফ স্পিনার ২৩ বছরের দীর্ঘ কেরিয়ারে ইতি টেনেছিলেন। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন হরভজন। শেষ একদিনের ম্যাচও খেলেছিলেন ২০১৫ সালেই। ২০১৬ সালে দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ। হরভজন যে বছর আইপিএল অবসর নেন, সে বছরই কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর কোভিড আবহে টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ স্থানান্তরিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। কিন্তু হরভজনকে আর একটি ম্যাচেও কেকেআরের হয়ে দেখা যায়নি। হরভজন একজন আইপিএল কিংবদন্তিও। তবে তিনি আইপিএল কেরিয়ারের শেষটা এভাবে মোটেই করতে চাননি। হরভজ এবার এক সাক্ষাৎকারে জানিয়েই দিলেন যে, এখনও তাঁর বুকে আক্ষেপের যন্ত্রণা! তিনি যা চেয়েছিলেন, তা পাননি।

আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের হয়ে ট্যুইটারে এক প্রশ্নোত্তর পর্ব রাখা হয়েছিল। 'আমি পঞ্জাব কিংসের হয়ে খেলার সুযোগ পাইনি। কেরিয়ারের শেষ দু'তিন বছর চেয়েছিলাম পঞ্জাবের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করতে। যা স্কিল আমার মধ্যে ছিল, তা দলের স্বার্থে চেয়েছিলাম ব্যবহার করতে। তবে আমি ১০ বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছি। যা সত্যিই স্মরণীয় ছিল। অসাধারণ সব স্মৃতি। ওখানে তিনটি ট্রফি জিতেছি। মুম্বইয়ের সঙ্গে কাটানো সময় কখনও ভুলতে পারব না। অত্যন্ত বড় একটা টিম ছিল। সচিন তেন্ডুলকরের সঙ্গে খেলতে পেরেছি। ওই দলের প্রাণশক্তি ছিল অন্য পর্যায়ের।'

আরও পড়ুন: WATCH | Tim Cook | IPL 2023: মাঠে খেলা দেখছেন অ্যাপল সিইও, ফ্যান বললেন, 'একটা আইফোন পাঠান!'

১০৩টি টেস্টে তাঁর ৪১৭টি উইকেট রয়েছে। ২৩৬টি একদিনের আন্তর্জাতিকে হরভজনের উইকেট সংখ্যা ২৬৯। ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন ভাজ্জি। দেশের হয়ে খেলা ছাড়াও আইপিএল-এর একাধিক দলে তাঁকে দেখা গিয়েছে। ২০১৯ সালে আইপিএলে ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে চমকে দিয়েছিলেন। একটি বা দু'টি নয়, কেরিয়ারে চারটি আইপিএল খেতাব রয়েছে তাঁর। আইপিএলের নবম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হরভজন। ১৬৩ ম্যাচে ১৫০ উইকেট আছে তাঁর। সাতের ওপর ইকনমি রেটে। দেশের সর্বকালের অন্যতম সেরা স্পিনারদের মধ্যেই থাকবে হরভজনের নাম। কেরিয়ারের শীর্ষে থাকার সময় তাবড় ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করতেন অনায়াসে। আইপিএলের শেষটা মনের মতো করতে না পারার কষ্ট রয়েছে হরভজনের। ক্রিকেট কেরিয়ার থেকে সন্ন্যাস নেওয়ার পর পঞ্জাব পুত্তর শুরু করেছেন কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। আম আদমি পার্টির  সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হয়েছেন হরভজন। গতবছর রাজনীতির আঙিনায় পা রেখেই নিজের ছাপ রেখেছিলেন বিশ্বকাপ জয়ী। রাজ্যসভার সাংসদ হিসেবে প্রাপ্ত বেতন কৃষকদের কন্যা সন্তানদের শিক্ষা ও উন্নতির জন্য দান করেছিলেন হরভজন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.