Sachin Tendulkar | Arjun Tendulkar: সেই কবেই নিয়েছেন অবসর, অর্জুনের জন্য আইপিএল ইতিহাসে সচিন, আবেগি সারা

Arjun and Sachin Tendulkar Become First Father-Son Duo To Play In IPL: আইপিএল অবসরের পরেও, ছেলের জন্য ইতিহাসে নাম লেখালেন সচিন তেন্ডুলকর। সচিন-অর্জুন যা করলেন, তা এর আগে কেউ কখনও করেননি এই ক্রোড়পতি লিগে। 

Updated By: Apr 16, 2023, 06:54 PM IST
Sachin Tendulkar | Arjun Tendulkar: সেই কবেই নিয়েছেন অবসর, অর্জুনের জন্য আইপিএল ইতিহাসে সচিন, আবেগি সারা
সচিন-অর্জুন ম্যাচের আগে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় দুই বছরেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান। অবশেষে এসেছে সেই বহু প্রতীক্ষিত দিন। কিংবদন্তি সচিন তেন্ডুকরের (Sachin Tendulkar) পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) সুযোগ পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রথম একাদশে। তেইশ বছরের বাঁ-হাতি পেসার মুম্বইয়ের হয়ে অভিষেক করলেন নিজের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। রবিবাসরীয় আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (Mumbai Indians vs Kolkata Knight Riders, MI vs KKR)। আর এই ম্যাচে টস জিতে প্রথমে বল করছে মুম্বই। কলকাতার ইনিংসের শুভারম্ভই হয়েছে অর্জুনের প্রথম ওভার দিয়ে। জীবনের প্রথম আইপিএল ম্যাচে অর্জুন ২ ওভার বল করে দিয়েছেন ১৭ রান।

ঘটনাচক্রে এই প্রথম আইপিএলে খেলল পিতা-পুত্র। লেখা হল ওয়াংখেড়েতে অনন্য ইতিহাস। সচিন মুম্বইয়ের হয়ে খেলেছেন। ছিলেন পাকাপাকি অধিনায়কও। ২০০৮-১১ পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছিলেন সচিন। ২০১০ সালে সচিন দলকে নিয়ে যান ফাইনালেও। কিন্তু এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয় মহারণ। সচিন ২০১৩ পর্যন্ত আইপিএল খেলেন। মুম্বই সেই বছর চ্যাম্পিয়ন হয়। এরপরেই সচিন ছেড়ে দেন আইপিএল। চ্যাম্পিয়ন্স লিগে রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই সচিন মুম্বইয়ের হয়ে শেষ ম্যাচ খেলেন। এরপর থেকে তিনি নীতা আম্বানির টিমের মেন্টর হয়ে যান। অন্যদিকে এদিন থেকে শুরু হল অর্জুনের পথচলা। অর্জুনের আইপিএল অভিষেক দেখে গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়েন সচিন কন্যা সারা। অন্যদিকে সচিনপুত্র মুম্বই ছেড়ে গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা শুরু করেছেন। শুরুতেই পেয়েছেন সাফল্য। রঞ্জি অভিষেকে শতরান করার পাশাপাশি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সাত ম্যাচে নেন ১০ উইকেট।

আরও পড়ুনSourav Ganguly On Arjun Tendulkar: অর্জুনের লক্ষ্যভেদ! বন্ধুর ছেলের আইপিএল অভিষেক, আবেগি সৌরভের বার্তা সচিনকে

২০২১ মরসুমে অর্জুনকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল মুম্বই। কিন্তু চোটের জন্য় মুম্বইয়ের হয়ে একটি ম্য়াচও খেলা হয়নি তাঁর। এরপর মুম্বই ছেড়ে দেয় অর্জুনকে। নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন রোহিত (১৬ কোটি টাকা), বুমরা (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি টাকা) ও কায়রন পোলার্ডকে (৬ কোটি) ধরে রেখেছিল। ২০২২ সালে ৪৮ কোটি টাকা নিয়ে নিলামে নেমে অর্জুনকে ফের ৩০ লক্ষ টাকায় দলে ফিরিয়েছিল মুম্বই। যদিো গত মরসুমে একটি ম্যাচও অর্জুনকে খেলায়নি তাঁর দল। যদিও ফ্যানরা বারবার বলেছিলেন যে, এবার তাঁরা অর্জুনকে দেখতে চান দলে। অবশেষে তাঁরা পেলেন অর্জুনের দেখা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.