`আমি স্তম্ভিত, হতাশ`

আইপিএল স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে অবশেষে নিজের নৈশব্দ ভাঙলেন সচিন রমেশ তেন্ডুলকর। জানালেন এই ঘটনায় তিনি স্তম্ভিত, হতাশ।

Updated By: May 31, 2013, 01:00 PM IST

আইপিএল স্পট ফিক্সিং কাণ্ড নিয়ে অবশেষে নিজের নৈশব্দ ভাঙলেন সচিন রমেশ তেন্ডুলকর। জানালেন এই ঘটনায় তিনি স্তম্ভিত, হতাশ।
তিনি জানিয়েছেন ক্রিকেটের সম্মান বাঁচিয়ে রাখতে শিকড় থেকে এই সমস্যাকে উপড়ে ফেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আইপিএল-৬ মুম্বই ইন্ডিয়ানস চ্যাম্পিয়ন হওয়ার পরেই আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন বিশ্ব ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তী। এতদিন গড়াপেটার কলঙ্ক নিয়ে একটি মন্তব্যও তিনি করেননি। কিন্তু আজ রীতিমত বিবৃতি দিয়ে এই বিষয়ে নিজের মতামত জানালেন মাস্টারব্লাস্টার।
এই বিবৃতিতে তেন্ডুলকর জানিয়েছেন `` যখনই ভুল কোনও কারণে ক্রিকেট সংবাদ শিরোনামে এসেছে তখনই আমি কষ্ট পেয়েছি। গত দু`সপ্তাহের ঘটনাপ্রবাহে আমি স্তম্ভিত, হতাশ। একজন ক্রিকেটার হিসাবে আমাদের ক্রিকেটের সত্যিকারের স্পিরিট নিয়ে নিজের সেরাটা দিয়ে মাঠে নামার শিক্ষাটাই দেওয়া হয়।``
``লক্ষ লক্ষ ভক্তদের বিশ্বাসের মর্যাদা দেওয়া হবে। তাঁদের মনে এই বিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে যে ক্রিকেট খেলাটা গর্বের, আনন্দের।`` নিজের বিবৃতিতে এই মন্তব্যই করলেন ক্রিকেটের এই মাইলস্টোন ব্যক্তিত্ব।

.