পিছিয়ে গেল স্পট ফিক্সিং মামলায় শ্রীসন্থদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন
আইপিএল কাণ্ডে চার্জ গঠন পিছোল। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আজ স্থগিত হয়ে গেল শুনানি। আগামী পঁচিশ তারিখ স্পট ফিক্সিং মামলায় শ্রীসন্থ,অজিত চাণ্ডিলাদের বিরুদ্ধে চার্জ গঠন হতে চলেছে। দুহাজার তেরো সালে ক্রিকেটার শ্রীসন্থ, চাণ্ডিলা, অঙ্কিত চহ্বাণ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। দিল্লি পুলিস শ্রীসন্থদের গ্রেফতারও করেন।
ব্যুরো: আইপিএল কাণ্ডে চার্জ গঠন পিছোল। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে আজ স্থগিত হয়ে গেল শুনানি। আগামী পঁচিশ তারিখ স্পট ফিক্সিং মামলায় শ্রীসন্থ,অজিত চাণ্ডিলাদের বিরুদ্ধে চার্জ গঠন হতে চলেছে। দুহাজার তেরো সালে ক্রিকেটার শ্রীসন্থ, চাণ্ডিলা, অঙ্কিত চহ্বাণ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। দিল্লি পুলিস শ্রীসন্থদের গ্রেফতারও করেন।
পরে অবশ্য আদালত থেকে জামিন পেয়ে যান শ্রীসন্থ, অঙ্কিতরা। জানা গেছে ছয় হাজার পাতার চার্জশিটে বিয়াল্লিশ জনকে অভিযুক্ত দেখানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে ম্যাচ গড়াপেটার কোনও প্রমাণ দিতে পারেনি দিল্লি পুলিস। পুলিসের পক্ষ থেকে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ স্বরূপ অভিযুক্তদের ফোনের কল লিস্ট আদালতকে দেওয়া হয়েছে। যদিও অভিযুক্তদের আইনজীবীদের দাবি ওই কললিস্ট থেকে কোনওভাবেই প্রমাণিত হয় না যে শ্রীসন্থরা স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন।