IPL Qualifier 2, RR vs RCB: Virat Kohli-র RCB-র বিরুদ্ধে নামার আগে বিশেষ গানে গা গরম করছে Rajasthan Royals

২০০৫ সালে ‘ইকবাল’ (Iqbal) ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবির বিখ্যাত ‘আশায়ে’ গানের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) -জশ বাটলারদের (Joss Buttler) লড়াইয়ের গল্প।    

Updated By: May 27, 2022, 03:54 PM IST
IPL Qualifier 2, RR vs RCB: Virat Kohli-র  RCB-র বিরুদ্ধে নামার আগে বিশেষ গানে গা গরম করছে Rajasthan Royals
দ্বিতীয়বার কাপ জয়ের স্বপ্নে বিভোর রাজস্থান রয়্যালস। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল-এর (IPL 2022) প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) কাছে সাত উইকেটে হেরে যাওয়ার পরেও, মেগা ফাইনাল খেলার সুযোগ রয়েছে। শুক্রবার সন্ধেবেলা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে মাঠে নামছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এর আগে সঞ্জু স্যামসনদের (Sanju Samson) গা গরম করার জন্য দলের সোশ্যাল মিডিয়াতে এই গানের ভিডিও পোস্ট করা হল।

২০০৫ সালে ‘ইকবাল’ (Iqbal) ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবির বিখ্যাত ‘আশায়ে’ গানের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিন-জশ বাটলারদের লড়াইয়ের গল্প। এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করার পর ভাইরাল হতে অবশ্য সময় নেয়নি।

 

লিগ পর্বে দ্বিতীয় স্থানে থাকার সুবাদে গত ২৪ মে ইডেন গার্ডেন্সে প্রথম কোলিফায়ার খেলতে নেমেছিল রাজস্থান। তবে সেই ম্যাচ হেরে মাঠ ছেড়েছিল সঞ্জুর দল। এ দিকে লখনউ সুপার জায়ান্টকে ১৪ রানে হারিয়ে প্রথমবার খেতাবের স্বপ্ন দেখতে শুরু করেছে বিরাট কোহলির আরসিবি।  

 

এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাইশ গজের যুদ্ধে ‘হল্লা বোল’ করার আগে ‘আশায়ে’ গানে নিজেদের উদবুদ্ধ করছে রাজস্থান।

আরও পড়ুন: Sourav Ganguly, IPL 2022: আহমেদাবাদে মেগা ফাইনালের আগে Eden Gardens নিয়ে ইঙ্গিতপূর্ণ টুইট করলেন BCCI President

আরও পড়ুন: Virat Kohli, IPL 2022 Eliminator: Rajasthan-এর বিরুদ্ধে নামার আগে সাজঘরে কীভাবে সেলিব্রেশন করলেন ‘কিং কোহলি’? ভিডিও দেখুন

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

 

.