IPL 2025 Retention Live Streaming Details: এবার ধরা-ছাড়ার খেলা! কখন কোথায় Live Streaming দেখবেন? চিনুন সব রাস্তা

  IPL 2025 Retention Live Streaming Details: রাত পোহালেই আইপিএল রিটেনশন। অর্থাত্‍ খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দেওয়ার শেষ তারিখ। 

Updated By: Oct 30, 2024, 07:28 PM IST
IPL 2025 Retention Live Streaming Details: এবার ধরা-ছাড়ার খেলা! কখন কোথায় Live Streaming দেখবেন? চিনুন সব রাস্তা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে ১০ আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের বিদ্যমান স্কোয়াড থেকে মোট ৬ খেলোয়াড়কে ধরে রাখতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলি 'রিটেনশন' বা 'রাইট টু ম্যাচ' ওরফে আরটিএম ব্যবহার করে তা করতে পারবে। 

রিটেনশন এবং আরটিএম-এর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে সংমিশ্রণে বেছে নেওয়ার সুযোগ থাকছে। ৬ জন খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক ৫ জন ক্যাপড খেলোয়াড় (ভারতীয় বা বিদেশি) এবং সর্বাধিক ২ জন আনক্যাপড (জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া) খেলোয়াড় থাকতে পারবে। আগামী ৩১ অক্টোবরের ভিতর দশ দলকে খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিয়ে দিতে হবে। 

আরও পড়ুন: 'ওদের কিন্তু...', মুম্বই টেস্টের আগে মহারথীদের সময় বাঁধা হল! কোচের নিদানে ঝড়...

আইপিএল ২০২৫ রিটেনশনের ডেডলাইন কবে?
আইপিএলের ১০ ফ্র্য়াঞ্চাইজিকে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৫টার ভিতর খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিয়ে দিতে হবে।

আইপিএল ২০২৫ রিটেনশন টিভি-তে কীভাবে দেখা যাবে?
আইপিএল ২০২৫ রিটেনশন লাইভ সম্প্রচার শুরু হয়ে যাবে বিকাল ৪টে থেকে। Star Sports ও Sports18 সরাসরি টিভি-তে সরাসরি সম্প্রচার করবে। 

আইপিএল ২০২৫ রিটেনশন অনলাইনে কীভাবে দেখা যাবে?
আইপিএল ২০২৫ রিটেনশন অনলাইনে লাইভ সম্প্রচার শুরু হবে বিকাল ৪টে ৩০ মিনিট থেকে। দেখা যাবে JioCinema app ও ওয়েবসাইটে।

আরও পড়ুন: 'ইন্ডিয়ার কোচ হন', সরাসরি বিশ্বকাপজয়ীকে প্রস্তাব! জিজিকে এতটাই অপছন্দ কিংবদন্তির?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.