'IPL-এ ক্রিকেট হয় না, টাকার খেলা হয়', বিস্ফোরক Dale Steyn
চলতি মরশুমে IPL-এ খেলতে চাননি স্টেইন। আর সে কথা তিনি অনেক আগেই ফ্রাঞ্চাইজি কর্তাদের জানিয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন- IPL মানে কোটি কোটি টাকার খেলা। এমন দাবি অনেকেই করেছেন। তবে আইপিএলে ক্রিকেটের থেকে টাকা নিয়ে বেশি চিন্তা হয়, এমন দাবি হয়তো এর আগে তেমন কেউ করেননি। এবার ডেল স্টেইন (Dale Steyn) আইপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। Cricket Pakistan-এর ইউ টিউব চ্যানেলে এক সাক্ষাত্কারে দক্ষিণ আফ্রিকার পেসার বলেছেন, ''আইপিএলে ক্রিকেটের প্রতি কারও খুব বেশি নজর থাকে না। বরং টাকা নিয়েই সবাই ভাবে বেশি। তবে পিএসএলে (PSL) টাকার থেকেও ক্রিকেটকে বেশি প্রাধান্য দেওয়া হয়।''
স্টেইন আরও বলেন, ''আইপিএলে তারকাদের মেলা। সেখানে অনেক টাকা। তাই Cricket নিয়ে কথা কম হয়। আইপিএলে খেলার সময় অনেকেই জিজ্ঞাস করত, এক মরশুমে আমি কত টাকা পাচ্ছি। আমি পাকিস্তান প্রিমিয়র লিগেও (PSL) খেলেছি। এখানে ক্রিকেট নিয়ে কথা অনেক বেশি হয়। কারণ এখানে আইপিএলের মতো তারকাদের ভিড় নেই। টাকাও তুলনামূলক কম। এখানে কিন্তু আমাকে সবাই একজন পেসার হিসাবে দেখে। এখানে আমার উপার্জন নিয়ে সেভাবে কথা কম হয়। আমিও সব ভুলে ক্রিকেট নিয়ে মেতে থাকতে পারি।''
আরও পড়ুন- প্রথম ক্রিকেটার হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ভক্ত কোহলির, ছুঁলেন রোনাল্ডো-মেসিকে
চলতি মরশুমে IPL-এ খেলতে চাননি স্টেইন। আর সে কথা তিনি অনেক আগেই ফ্রাঞ্চাইজি কর্তাদের জানিয়েছিলেন। তার পরইই RCB তাঁকে রিলিজ করে দেয়। স্টেইন জানিয়েছেন, পিএসএলে খেলতে তাঁর বেশি ভাল লাগছে। যদিও এখনও পর্যন্ত পিএসএলে তেমন ভাল পারফর্ম করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে চার ওভারে ৪৪ রান দিয়েছিলেন। এখনও পর্যন্ত মাত্র দুটি উইকেট পেয়েছেন তিনি।