ক্রিকেটের বিনোদন আর শহরে সীমাবদ্ধ নয়, আই পি এল ঘিরে চূড়ান্ত উন্মাদনা দুর্গাপুরে

এক নজরে জেলার খেলার খবর। ক্রিকেটীয় বিনোদন আর শহরে সীমাবদ্ধ নয় । পাড়ি দিয়েছে জেলাতেও । আই পি এল ঘিরে চূড়ান্ত উন্মাদনা দুর্গাপুরে । এখানকার সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠকে এমনভাবে  সাজিয়ে তোলা হয়েছে , যার প্রতিটি কোনায় কোনায় পাওয়া যাবে আইপিএল-র আমেজ  ।  ম্যাচ দেখার পাশাপাশি সবরকম বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে ।

Updated By: Apr 18, 2017, 09:34 AM IST
ক্রিকেটের বিনোদন আর শহরে সীমাবদ্ধ নয়, আই পি এল ঘিরে চূড়ান্ত উন্মাদনা দুর্গাপুরে

ওয়েব ডেস্ক: এক নজরে জেলার খেলার খবর। ক্রিকেটীয় বিনোদন আর শহরে সীমাবদ্ধ নয় । পাড়ি দিয়েছে জেলাতেও । আই পি এল ঘিরে চূড়ান্ত উন্মাদনা দুর্গাপুরে । এখানকার সিটি সেন্টারের চতুরঙ্গ মাঠকে এমনভাবে  সাজিয়ে তোলা হয়েছে , যার প্রতিটি কোনায় কোনায় পাওয়া যাবে আইপিএল-র আমেজ  ।  ম্যাচ দেখার পাশাপাশি সবরকম বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে ।

আরও পড়ুন আরসিবির বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস খেলে ফুরফুরে মেজাজে মনোজ তিওয়ারি

এদিকে, ইসলামপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত নৈশালোক ফুটবল টুর্ণামেন্টকে ঘিরে উন্মাদনার জোয়ার আছড়ে পড়েছে । উদ্বোধনী ম্যাচে কলকাতার মহমেডান স্পোর্টিং ক্লাব ৪-১ গোসে হারায় ইসলামপুর পায়োনিয়ার্স ক্লাবকে । এখানকার যুবসমাজকে মাঠমুখী করতে  মাঠে হাজির প্রাক্তন ফুটবলার সহ রাজ্যের মন্ত্রীরা । অন্যদিকে, CRPF জওয়ানদের  কাজের একঘেঁয়েমি মনোভাব কাটাতে  সোমবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে শুরু হল আন্তঃরাজ্য CRPF হ্যান্ডবল এবং কবাডি প্রতিযোগিতা ।  এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিলিগুড়ি এবং দুর্গাপুরের CRPF ব্যটেলিয়ানরা । জওয়ানদের উতসাহ দিতে হাজির ছিলেন কমান্ডেন্টরা । দুদিনের প্রতিযোগিতায় মঙ্গলবার ফাইনাল ।

আরও পড়ুন  এবারের আইপিএলে চার ম্যাচে হরভজন সিংয়ের পারফরম্যান্স কিন্তু বেশ ভাল

.