নিলামে প্রাপ্ত অর্থের অর্ধেক পাওয়ার যোগ্য নন বেশিরভাগ ক্রিকেটার, মত বাবুলের

আইপিএলের নিলাম নিয়ে খুশি নন বাবুল সুপ্রিয় ও মণীশ তিওয়ারি। 

Updated By: Jan 28, 2018, 05:42 PM IST
নিলামে প্রাপ্ত অর্থের অর্ধেক পাওয়ার যোগ্য নন বেশিরভাগ ক্রিকেটার, মত বাবুলের

নিজস্ব প্রতিবেদন: দু'দিন ধরে আইপিএলের নিলামে রাতারাতি কোটপতি হয়ে গিয়েছেন অনেক ক্রিকেটার। তবে নিলামে যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে, তা নিয়ে খুশি নন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি মনে করেন, অর্থপ্রাপক ও দাতাদের কাছ থেকে কর আদায় করা উচিত। নিলামের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি।      

বাবুল সুপ্রিয় টুইটারে লিখেছেন,''বেশিরভাগই খেলোয়াড় নিলামের অর্থের অর্ধেকও পাওয়ার যোগ্য নন। আমার আশা, খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে বিশাল কর আদায় করা হোক। এমন হাস্যকর বৈভব থেকে অন্তত দেশের লাভ হবে।''

রবিবারই নিলামে ১১.৫ কোটি টাকা দর দিয়ে জয়দেব উনাদকাটকে কিনেছে রাজস্থান রয়্যালস। তিনিই সবচেয়ে 'দামি' ভারতীয় ক্রিকেটার। উনাদকাটের পরে রয়েছেন কেএল রাহুল ও মণীশ পাণ্ডে। দু'জনেই পেয়েছেন ১১ কোটি টাকা।

আরও পড়ুন- নিলামের ৩ কোটি টাকায় বাড়ি কিনতে চান কম্পাউন্ডারের ছেলে  

কংগ্রেস নেতা মণীশ তিওয়ারির কথায়, ''মানুষকে নিলামে তোলা কতটা যুক্তিযুক্ত? মধ্যযুগে মানুষকে নিলাম করা হত। নিলাম এড়িয়ে অন্য কোনওভাবে দক্ষতা ও প্রতিভা যাচাই করা যায় না?''     

আরও পড়ুন- প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হল সন্দীপের

.