প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হল সন্দীপের

নেপালি ক্রিকেটারকে স্বাগত জানাল দিল্লি ডেয়ারডেভিলস। 

Updated By: Jan 28, 2018, 02:32 PM IST
প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হল সন্দীপের

নিজস্ব প্রতিবেদন: আইপিএলে অভিষেক করতে চলেছেন নেপালের ক্রিকেটার। আইপিএলের নিলামে বিক্রি হলেন নেপালের প্রথম ক্রিকেটার। নেপালের নাগরিক সন্দীপ লামিচানেকে ২০ লক্ষ টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস। 

১৭ বছরের সন্দীপ লেগব্রেক বোলার। প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্কের শিষ্য সন্দীপ লামিচানে। তাঁর মধ্যে প্রতিভা দেখতে পেয়েছেন ক্লার্ক। তাঁর কথায়, দারুণ ক্রিকেটার সন্দীপ। ওঁর মধ্যে ভাল ক্রিকেটার হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।   

আরও পড়ুন- আইপিএলের নিলামে কোটিপতি হলেন ১৬ বছরের এই আফগান ক্রিকেটার

২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। মোট ১৪টি উইকেট নিয়েছিলেন সন্দীপ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৭ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সন্দীপের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন শেন ওয়ার্ন।আইপিএলে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুমে থাকবেন সন্দীপ। নিঃসন্দেহে তাঁর ক্রিকেটীয় দক্ষতা আরও বাড়বে।  

আরও পড়ুন- আইপিএলের নিলামে ভারতীয়দের মধ্যে 'দামি' উনাদকাট 

.