IPL 2022: Kolkata Knight Riders-কে নিয়ে বড় মন্তব্য করলেন Sunil Gavaskar! কী বললেন?
নাইটদের প্লে-অফে দেখছেন সুনীল গাভাসকর। ফাইল চিত্র
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল-এর (IPL 2022) উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল। এর আগে নাইটদের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য করলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। মাত্র এক ম্যাচ দেখেই সানির দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে নতুন আদলে গড়ে ওঠা কেকেআর নক-আউটে খেলবে।
সম্প্রচারকারী চ্যানেলে ভারতের প্রাক্তন অধিনায়ক গাভাসকর বলেছেন, ‘‘অবশ্যই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এ বারও অন্যতম ফেভারিট। দিল্লি ক্যাপিটালসও তাই। দিল্লি শেষ দু’বছরে যেভাবে পারফর্ম করেছে সেটা সত্যিই প্রশংসনীয়। দ্বিতীয় দল হিসাবে দিল্লিকে ফেভারিট বলব। একই সঙ্গে কেকেআরকেও প্লে-অফে দেখছি।"
এ দিকে, বুধবার ফাফ ডু প্লেসিস (Faf du Plessis)-বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে দলে ফিরতে পারেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি (Tim Southee)। তরুণ জোরে বোলার শিবম মাভির জায়গায় দলে আসতে পারেন তিনি।
গত আইপিএল নিলামের সময় কেকেআর-এর রিজার্ভ বেঞ্চের অবস্থা দেখে দলের ভবিষ্যৎ দেখে উদ্বিগ্ন ছিলেন 'লিটল মাস্টার'। তবে এ বার একটা ম্যাচ খেলেই কেকেআরকে প্লে-অফে দেখতে পাচ্ছেন সানি।
আরও পড়ুন: IPL 2022: শত্রুতা ভুলে Krunal Pandya, Deepak Hooda এখন গলায় গলায় বন্ধু! ভিডিও ভাইরাল