IPL 2022, RR vs RCB: সামনে Ashwin-Chahal, কোন শটে সফল হবেন Virat? টোটকা দিলেন Ravi Shastri

২০২২ সালের আগে পর্যন্ত আইপিএল-এর আগে পর্যন্ত স্পিনারদের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স আহামরি নয়। ১০৭.৩২ স্ট্রাইক রেট রেখে মাত্র ৩৮১ রান করেছিলেন বিরাট। যদিও শাস্ত্রীর দাবি বিরাট এ বার দুই স্পিনারের বিরুদ্ধে সফল হবেন। 

Updated By: Apr 5, 2022, 02:37 PM IST
IPL 2022, RR vs RCB: সামনে Ashwin-Chahal, কোন শটে সফল হবেন Virat? টোটকা দিলেন Ravi Shastri
নেটে মারমুখী মেজাজে বিরাট কোহলি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: হাতে আর কয়েক ঘণ্টা। এরপরেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে মহারণ। খাতায় কলমে ম্যাচটা রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) হলেও,সবাই বিরাট কোহলি (Virat Kohli) তাঁর টিম ইন্ডিয়ার (Team India) দুই সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন। বাকিদের মতো রবি শাস্ত্রীও (Ravi Shastri) তিন তারকার ব্যাট-বলের যুদ্ধ উপভোগ করতে চান। আর তাই প্রিয় বিরাটকে সুইপ শট মারার টোটকা দিলেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ। 

শাস্ত্রী বলেন, "অশ্বিন ও চাহাল দুজনেই উইকেটের খোঁজে থাকে। সবসময় আগ্রাসী মেজাজে বোলিং করে। উল্টোদিকে রয়েছে বিরাট। ও কতটা সুযোগ সন্ধানী সেটা আমরা সবাই জানি। এই দুই স্পিনারকে বাগে আনার জন্য বিরাটের শুরু থেকেই প্যাডেল সুইপ মারা উচিত। সেটা করলে ওদের ছন্দে নষ্ট হয়ে যাবে।" এরপরেই শাস্ত্রী যোগ করেন, "বিরাট ওর ইনিংস শুরু করার সময় কোনওদিন সুইপ মারে না। এটা সবাই জানে। ফলে ওকে আটকানোর জন্য সেই ভাবেই ফিল্ডিং সাজানো হয়। তাই বিপক্ষকে চাপে রাখার জন্য বিরাটের পরিকল্পনা বদলে ফেলা উচিত। লাগাতার সুইপ মারলেই বিপক্ষের বোলিং চাপে পড়ে যাবে।"   

Ashwin and Chahal

তবে অশ্বিন ও চাহালের মতো চালাক স্পিনারদের বিরুদ্ধে সুইপ মারলেই সাফল্য পাওয়া যাবে না। সেই উপদেশও বিরাটকে দিলেন শাস্ত্রী। তাঁর দাবি বিরাটের স্বাভাবিক মেজাজে ব্যাট করা উচিত। চলতি আইপিএল-এর প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৯ বলে ৪১ রান করেছিলেন 'কিং কোহলি'। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১২ রানে ফিরে যান তিনি। 

২০২২ সালের আগে পর্যন্ত আইপিএল-এর আগে পর্যন্ত স্পিনারদের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স আহামরি নয়। ১০৭.৩২ স্ট্রাইক রেট রেখে মাত্র ৩৮১ রান করেছিলেন বিরাট। যদিও শাস্ত্রীর দাবি বিরাট এ বার দুই স্পিনারের বিরুদ্ধে সফল হবেন। 

তিনি যোগ করেন, "এত কিছু না ভেবে বিরাট নিজের স্বাভাবিক মেজাজে ব্যাট করে যাক। তাহলেই খেলা ঘুরে যাবে। বিরাট যদি বাইশ গজে সবসময় ব্যস্ত থাকে, ছয়-চার মারার মাঝে লাগাতার স্ট্রাইক রোটেট করলে বিপক্ষ চাপে পড়বেই। তবে অশ্বিন ও চাহাল এত সহজে হাল ছেড়ে দেবে না। কারণ ওরাও চ্যাম্পিয়ন স্পিনার।" 

গত কয়েক বছর বিরাটের সঙ্গে আরসিবি-তে খেলেছেন চাহাল। তবে এ বার দুজন প্রতিপক্ষ। সেই ডুয়েলটাও উপভোগ করতে চাইছেন শাস্ত্রী। 

আরও পড়ুন: Virat Kohli vs Anil Kumble: কেন হেড কোচ Kumble-কে অপছন্দ করতেন Virat? কারণ জানলে চমকে উঠবেন!

আরও পড়ুন: IPL 2022: কবে মাঠে নামবেন KKR-এর তারকা পেসার Pat Cummins? জানতে পড়ুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.