MS Dhoni: ২০০ নম্বর আইপিএল ম্যাচে ধোনির অপেক্ষায় অনন্য ডাবল সেঞ্চুরি!

চলতি মরশুমে ধোনি ব্যাট হাতে মোহিত করেছেন। ৯ ম্যাচে ১৪০ রান করেছেন তিনি। ১৩২-এর ওপর স্ট্রাইক-রেট তাঁর। কিংবদন্তি ক্যাপ্টেন হাঁকিয়েছেন ৫টি ছয়। 

Updated By: May 4, 2022, 05:08 PM IST
 MS Dhoni: ২০০ নম্বর আইপিএল ম্যাচে ধোনির অপেক্ষায় অনন্য ডাবল সেঞ্চুরি!
ধোনির সামনে ২০০ ছক্কা হাঁকানোর হাতছানি

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলের (IPL 2022) ৪৯ নম্বর ম্যাচে বুধবার মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Maharashtra Cricket Association Stadium) কয়েক ঘণ্টা পরে ম্যাচ। এই ম্যাচ হতে চলেছে চেন্নাইয়ের ক্যাপ্টেন এমএস ধোনির (MS Dhoni) ২০০ নম্বর আইপিএল ম্যাচ। এই ম্যাচে ধোনির অপেক্ষায় অনন্য ডাবল সেঞ্চুরি।

চলতি মরশুমে ধোনি ব্যাট হাতে মোহিত করেছেন। ৯ ম্যাচে ১৪০ রান করেছেন তিনি। ১৩২-এর ওপর স্ট্রাইক-রেট তাঁর। কিংবদন্তি ক্যাপ্টেন হাঁকিয়েছেন ৫টি ছয়। ধোনির প্রয়োজন আর মাত্র ৬ টি ছয়। তাহলে তিনি সিএসকে-র হয়ে ২০০টি ছক্কা হাঁকানোর নজির গড়বেন। ধোনি যদি এমনটা করতে পারেন, তাহলে তিনি বিরাট কোহলির (Virat Kohli) পর দ্বিতীয় ব্যাটার হিসাবে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ছয়ের দ্বি-শতরান করবেন। কোহলি এমনটা করেছেন আরসিবি-র হয়ে।

এছাড়াও ধোনি এদিন আরও একটি রেকর্ড করতে পারেন কোহলির পর দ্বিতীয় অধিনায়ক হিসাবে ধোনি ৬০০০ টি-২০ রান করার দোরগোড়ায়। চেন্নাইয়ের অধিপতির প্রয়োজন আর মাত্র ৬ রান। ধোনি ৩০১ ম্যাচে (১৮৫ ইনিংস) ৫৯৯৪ রান করেছেন ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে। তাঁর গড় ৩৮.৬৭, রয়েছে ২৩টি ফিফটি। কোহলি ১৯০ ম্যাচে (১৮৫ ইনিংস) ৬৪৫১ রান করেছেন। কোহলির ঝুলিতে ৫টি সেঞ্চুরি, ৪৮টি অর্ধ-শতরান রয়েছে। কোহলি-ধোনির পরে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। 'হিটম্যান' এখনও পর্যন্ত ৪৭২১ রান করেছেন ৩১.০৫-এর গড়ে।

আরও পডুন: MS Dhoni-Virat Kohli: কোহলির বিরাট টি-২০ রেকর্ডে ভাগ বসাতে পারেন ধোনি

আরও পড়ুন: Annual ICC Rankings: টেস্টে একে Australia, সেরা ওয়ানডে টিম New Zealand, টি-২০-র শীর্ষে India

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.