CSK: এমন অভিশপ্ত রাত যেন আর না আসে! এমনটাই চাইবে চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আইপিএল (IPL 2022) ইতিহাসে এই হার ভুলে যেতে চাইবে।
নিজস্ব প্রতিবেদন: প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), দ্বিতীয় ম্যাচে লখনউ সুপারজায়েন্টস (Lucknow Supergiants) ও তৃতীয় ম্য়াচে পঞ্জাব কিংস (Punjab Kings)! চলতি আইপিএলে (IPL 2022) ব্যাক-টু-ব্যাক তিন ম্য়াচে হারল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গত রবিবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে পঞ্জাব কিংসের ১৮০ রান তাড়া করতে নেমে চেন্নাই ১২৬ রানে গুটিয়ে যায়। সিএসকে হারে ৫৪ রানে।
'ইয়েলো আর্মি'র আইপিএল ইতিহাসে রানের নিরিখে এটাই দ্বিতীয় সর্বোচ্চ পরাজয়। এর আগে চেন্নাই ২০১৩ সালে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬০ রানে হেরেছিল। ২০১৯ সালে চেন্নাই ঘরের মাঠে ৪৬ রানে হেরেছিল। ২০২২ সালে এসে চেন্নাই হারল পঞ্জাবের বিরুদ্ধে। গত মরশুমে বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে এবং নেতৃত্ব দিয়ে চেন্নাইকে চতুর্থবার চ্যাম্পিয়ন করেছিলেন ধোনি। কিন্তু জাদেজা ব্যাটন ধরে দলকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ। প্রতি ম্যাচের শেষে সেটা প্রকট হয়ে উঠছে। সুপার সানডেতেও এর ব্যতিক্রম হল না। লিয়াম লিভিংস্টোনের (Liam Livingstone) মারকুটে ইনিংস ও বোলারদের দাপটে মূল্যবান জয় পেল ময়ঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাব।
Umesh Yadav, IPL 2022: কয়লাখনির অন্ধকার থেকে Team India-র সফর! আবেগপ্রবণ KKR-এর 'বিদর্ভ এক্সপ্রেস'
Ravindra Jadeja: হারের হ্যাটট্রিক! অধিনায়কত্বের চাপ? মুখ খুললেন 'ইয়েলো আর্মি'র সেনাপতি