IPL 2020 : চিঠি লিখেও কাজ হল না, বোর্ডের কমেন্ট্রি টিমে নাম নেই মঞ্জরেকরের

করোনা আতঙ্কের মাঝেই মার্চ মাসে আচমকাই বোর্ডের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ পড়েন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 4, 2020, 01:20 PM IST
IPL 2020 : চিঠি লিখেও কাজ হল না, বোর্ডের কমেন্ট্রি টিমে নাম নেই মঞ্জরেকরের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  আইপিএল-এর তোড়জোড় শুরু হতেই জুলাই মাসে ক্ষমা চেয়ে বোর্ডের কাছে তাঁর পুরনো চাকরি (ধারাভাষ্যকার) ফিরে পেতে চিঠি লিখেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। কিন্তু সেই চিঠি কাজে এল না। বোর্ডের আইপিএল ২০২০ কমেন্ট্রি টিমে নাম নেই ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর‍ের।

করোনা আতঙ্কের মাঝেই মার্চ মাসে আচমকাই বোর্ডের কমেন্ট্রি প্যানেল থেকে বাদ পড়েন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। এরপর ক্ষমা চেয়ে বোর্ডকে চিঠি দেন তিনি। বোর্ডের কমেন্ট্রি টিমের কোড অফ কন্ডাক্ট তিনি বজায় রাখবেন বলেও নাকি প্রতিশ্রুতি দেন। কিন্তু সেসব কাজে এল না।

এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, আইপিএল-এর জন্য বোর্ডের কমেন্ট্রি টিমে যে সাতজন রয়েছেন তাঁরা হলেন - সুনীল গাভাসকর, লক্ষ্মণ শিবরামকৃষ্ণন, মুরলী কার্তিক,দীপ দাশগুপ্ত, রোহন গাভাসকর, হর্ষ ভোগলে এবং অঞ্জুম চোপড়া। তবে টিভি সম্প্রচার সংস্থার ধারাভাষ্য়কারের প্যানেলে অবশ্য নাম রয়েছে মঞ্জরেকরের।

 

আরও পড়ুন - IPL 2020: স্বস্তি! কোভিড নেগেটিভ চেন্নাই শিবির, উদ্বোধনী ম্যাচ খেলতে তৈরি CSK

.