IPL 2020: আজ রাতে ট্রফি কার হাতে? মুম্বইকে কত রানের টার্গেট দিল দিল্লি?

শুরুতেই বল হাতে ট্রেন্ট বোল্টের দাপটে কোনঠাসা হয়ে পড়ে দিল্লি।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 10, 2020, 09:17 PM IST
IPL 2020: আজ রাতে ট্রফি কার হাতে? মুম্বইকে কত রানের টার্গেট দিল দিল্লি?
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: ফাইনালের আগে এবারের আইপিএলে তিন বারের সাক্ষাতে তিন বারই মুম্বইয়ের কাছে হেরেছিল দিল্লি। ফাইনালে ২০০ তম আইপিএল ম্যাচ খেলছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কেরিয়ারের ২০০ তম আইপিএল ম্যাচ কি স্মরণীয় করতে পারবেন হিটম্যান? নাকি ফাইনালে সব হিসেব নিকেশ উল্টে দেবে দিল্লি? প্রথমবার ফাইনালে উঠেই কি বাজিমাত করতে পারবে শ্রেয়স আইয়ারের দল? দুবাইয়ে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএল জিততে মুম্বইকে ১৫৭ রানের টার্গেট দিল দিল্লি।

 

তবে শুরুতেই বল হাতে ট্রেন্ট বোল্টের দাপটে কোনঠাসা হয়ে পড়ে দিল্লি। প্রথম বলেই স্টোইনিসকে ডাগআউটে ফেরত্ পাঠান কিউই পেসার। আইপিএলের ফাইনালে যা প্রথমবার হল। রাহানেকে ফেরান বোল্টই। ফর্মে থাকা শিখর ধাওয়ান ১৩ বলে ১৫ রান করে জয়ন্ত যাদবের বলে বোল্ড হয়ে ফিরে যান। এরপর দিল্লির রানকে টেনে তুলতে থাকেন শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। চতুর্থ উইকেটে ৯৬ রান যোগ করেন তাঁরা। ৩৮ বলে ৫৬ রান করেন পন্থ। এবারের আইপিএলের প্রথম হাফ সেঞ্চুরি করলেন ফাইনালে। হেটমায়ার করলেন মাত্র ৫ রান। অক্ষর প্যাটেল ৯ রান করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৫০ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে দিল্লি। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন বোল্ট। ২টি উইকেট নেন কুল্টার নাইল।

আজ রাতে ট্রফি কার হাতে? প্রথমবার ফাইনালে খেলছে দিল্লি। আজ খেতাব জিতলেই ইতিহাস গড়বে ক্যাপিটালস। অন্যদিকে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের কাছে। পঞ্চমবার ট্রফি জয়ের হাতছানি মুম্বইয়ের সামনে।

আরও পড়ুন - পিতৃত্বকালীন ছুটি; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ তিন টেস্টে নেই কোহলি, হতাশ স্টিভ

 

.