IPL 2020: দুবাইয়ে মহারণে মুখোমুখি মুম্বই-দিল্লি, ফাইনালে টস জিতে ব্যাটিং ক্যাপিটালসের
এবারের আইপিএলে তিন বারের সাক্ষাতে তিনবারই মুম্বইয়ের কাছে হেরেছে দিল্লি।
নিজস্ব প্রতিবেদন : আজ রাতে ট্রফি কার হাতে? আইপিএলের মেগা ফাইনালে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালস। প্রথমবার ফাইনালে খেলছে দিল্লি। আজ খেতাব জিতলেই ইতিহাস গড়বে ক্যাপিটালস। অন্যদিকে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের কাছে।
এই নিয়ে ষষ্ঠবার আইপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ানস। ২০১০, ২০১৩,২০১৫,২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল ফাইনালে মুম্বই। এর আগে চার বার চ্যাম্পিয়ন হয়েছে তারা- ২০১৩, ২০১৫, ২০১৭,২০১৯ সালে। এবার জিতলে পঞ্চমবার আইপিএল ট্রফি ঘরে তুলবে মুম্বই ইন্ডিয়ানস।
এবারের আইপিএলে তিন বারের সাক্ষাতে তিনবারই মুম্বইয়ের কাছে হেরেছে দিল্লি। ফাইনালে ২০০ তম আইপিএল ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মা। কেরিয়ারের ২০০ তম আইপিএল ম্যাচ কি স্মরণীয় করতে পারবেন হিটম্যান? ফাইনালে সব হিসেব নিকেশ উল্টে দিতে পারবে কি দিল্লি? প্রথমবার ফাইনালে উঠেই কি বাজিমাত করতে পারবে শ্রেয়স আইয়ারের দল? দুবাইয়ে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার।
#DelhiCapitals have won the toss and they will bat first in the #Final of #Dream11IPL 2020.
Updates - https://t.co/iH4rfdz9gr pic.twitter.com/ULbAUVAN6z
— IndianPremierLeague (@IPL) November 10, 2020
মুম্বই ইন্ডিয়ানসের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি'কক, সূর্যকুমার যাদব, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জয়ন্ত যাদব, নাথান কুল্টার নাইল, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ
Final. Mumbai Indians XI: R Sharma, Q de Kock, S Yadav, I Kishan, H Pandya, K Pollard, K Pandya, N Coulter-Nile, T Boult, J Yadav, J Bumrah https://t.co/6kuxVfvInp #MIvDC #Dream11IPL #IPL2020
— IndianPremierLeague (@IPL) November 10, 2020
Final. Delhi Capitals XI: M Stoinis, S Dhawan, S Iyer, S Hetmyer, R Pant, A Rahane, A Patel, P Dubey, R Ashwin, K Rabada, A Nortje https://t.co/6kuxVfvInp #MIvDC #Dream11IPL #IPL2020
— IndianPremierLeague (@IPL) November 10, 2020
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শিখর ধাওয়ান, আজিঙ্কে রাহানে, শিমরন হেটমায়ার, মার্কোস স্টোইনিস, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে, প্রবীন দুবে
আরও পড়ুন-IPL 2020: ফাইনালে নামার আগে মুম্বই ইন্ডিয়ানসকে টিপস সচিনের