IPL 2020: নিয়ম ভাঙলে নির্বাসন! জৈব সুরক্ষা নিয়ে আরও কড়া বোর্ড

আইপিএলে জৈব সুরক্ষা বলয় নিয়ে এবার আরও কড়া পদক্ষেপ করছে বিসিসিআই। আট ফ্র্যাঞ্চাইজি দলকে নতুন নির্দেশিকায় বোর্ড জানিয়ে দিয়েছে

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 2, 2020, 02:03 PM IST
IPL 2020: নিয়ম ভাঙলে নির্বাসন!  জৈব সুরক্ষা নিয়ে আরও কড়া বোর্ড
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন :  করোনা মহামারির মধ্যেও আইপিএল বন্ধ নেই। ক্রোড়পতি লিগ দেশে আয়োজন করতে পারেনি বিসিসিআই। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগকে বাঁচাতে সৌরভ গাঙ্গুলির বোর্ড নিরাপদ ভেন্যু হিসেবে বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। তাই এবারের আইপিএলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরত্ব পাচ্ছে। জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই হচ্ছে প্রতিটি ম্যাচ।

আইপিএলে জৈব সুরক্ষা বলয় নিয়ে এবার আরও কড়া পদক্ষেপ করছে বিসিসিআই। আট ফ্র্যাঞ্চাইজি দলকে নতুন নির্দেশিকায় বোর্ড জানিয়ে দিয়েছে ---
# কোনও দল জৈব সুরক্ষা বলয় ভাঙলে কিংবা বাইরের কাউকে সেখানে ঢুকতে দিলে এক কোটি টাকা জরিমানা দিতে হবে।
# সেইসঙ্গে সংশ্লিষ্ট দলের ২ পয়েন্ট কাটা যাবে।
# কোনও ক্রিকেটার জৈব সুরক্ষা বলয় ভাঙলে তাঁকে ছয় দিনের জন্য কোয়ারেন্টিনে পাঠানো হবে।
# দ্বিতীয়বার একই ভুল করলে ৬০ হাজার টাকা জরিমানা করা হবে।
# কোভিড টেস্টে হাজির না থাকলে বা জিপিআরএস ট্র্যাকার থেকে বেরোলেও একই পরিমাণ জরিমানা করা হবে।
# সূত্রের খবর, কোনও ক্রিকেটার যদি জৈব সুরক্ষা বলয় ভাঙলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে নির্বাসিত পর্যন্ত করা হতে পারে।

এদিকে আইপিএল চলাকালীন জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ উঠেছে চেন্নাই সুপার কিংসের কেএম আসিফের বিরুদ্ধে। যদিও সিএসকে সিইও কাশী বিশ্বনাথন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন - বাংলাদেশের প্রাক্তন বোলিং কোচ এবার ক্যারিবিয়ান ক্রিকেটে বিরাট দায়িত্বে

.