প্রতি উইকেটে ৩০ লাখ!

 প্রথম অজি ক্রিকেটার হিসেবে কোনও আইপিএলে সর্বাধিক উইকেটের শিকার এবং বেগুনি টুপি নিজের দখলে রাখার নজির গড়েছেন এই স্পিডস্টার।

Updated By: May 29, 2018, 04:27 PM IST
প্রতি উইকেটে ৩০ লাখ!

নিজস্ব প্রতিবেদন: গোটা মরসুমে ১৪টি ম্যাচে ২৪ উইকেট। ২০১৮ আইপিএলে এটাই কোনও বোলারের সর্বোচ্চ উইকেট। এবার এই কৃতিত্ব অর্জন করেছেন পঞ্জাবের অ্যান্ড্রু টাই। উল্লেখ্য প্রথম অজি ক্রিকেটার হিসেবে কোনও আইপিএলে সর্বাধিক উইকেটের শিকার এবং বেগুনি টুপি নিজের দখলে রাখার নজির গড়েছেন এই স্পিডস্টার।

আরও পড়ুন- কে বেশি দামি কোচ?

মরসুম শুরুর আগে ৩১ বছরের এই অজি পেসারকে ৭ কোটি ২০ লাখ টাকায় কিনেছিল পঞ্জাব। গেইলের মতো টাইকে দলে তুলে মাস্টাকস্ট্রোক দিয়েছিলেন কোচ বীরেন্দ্র সেওয়াগ। প্রতিযোগিতার শুরুতে তার ফলও পেয়েছে দল। কিন্তু তীরে এসে তরি ডুবছে পঞ্জাবের। শেষের দিকে একের পর এক ম্যাচ হেরে টুরনামেন্ট থেকেই ছিটকে গিয়েছে অশ্বিনরা। তবে ব্যাক্তিগত সাফল্যে নজর কেড়েছেন টাই।

আরও পড়ুন- আফগানিস্থানে তাঁর থেকেও জনপ্রিয় ব্যক্তি আছেন একজন, স্বীকার করলেন রশিদ খান

প্রসঙ্গত, ২৪ উইকেট নিয়ে বেগুনি টুপির মালিকও হয়েছেন তিনি। তবে মরসুম শেষে অঙ্ক কষে দেখা গেল অ্যান্ড্রু টাইয়ের এই সাফল্যের জন্য মোটা অঙ্কই খসাতে হয়েছে পঞ্জাবকে। তাঁর এক একটা শিকারের জন্য প্রীতির পঞ্জাবের খরচ পড়েছে ৩০ লাখ  টাকা(৭ কোটি ২০ লাখ/২৪)।   

 

.