আইপিএলের সূচি: বোধনেই মুম্বই-চেন্নাই টক্কর
৫১ দিন ধরে চলবে আইপিএলের একাদশ সংস্করণ
নিজস্ব প্রতিবেদন: চলতি বছর আইপিএলের বোধনেই মুখোমুখি হচ্ছে দুই হেভিওয়েট দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আগামী ৭ এপ্রিল শুরু হচ্ছে এবারের আইপিএল। ২৭ মে ফাইনাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ৮ এপ্রিল ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের একাদশ সংস্করণের ক্রীড়াসূচি ঘোষণা করা হল। ৫১ দিন ধরে চলবে খেলা। নির্বাচিত করা হয়েছে দেশের ৯টি মাঠকে। মোট ৬০টি ম্যাচ রয়েছে সূচিতে। এর মধ্যে ১২টি ম্যাচ শুরু হবে বিকেল ৪টেয়। ৮টায় শুরু হবে বাকি ৪৮টি।
কোয়ালিফায়ার ১ ও ফাইনালের আয়োজন করবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। কোয়ালিফায়ার ২ ও এলিমিনেটরের মাঠ এখনও চূড়ান্ত হয়নি। এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি- iplt20.com/schedule
NEWS: VIVO Indian Premier League 2018 fixtures announced
The 11th edition of the world's most popular and competitive T20 tournament will be played at nine venues across 51 days.
Full schedule here - https://t.co/yqVFDc9tTF #IPL2018 pic.twitter.com/qNKraLChA7
— IndianPremierLeague (@IPL) February 14, 2018
আরও পড়ুন- 'ভ্যালেনটাইনস ডে'তে স্ত্রী ঋতিকাকে শতরান উপহার রোহিতের
২ বছর সাসপেনশন কাটিয়ে আইপিএলে ফিরে আসছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।