২০২৪ সালের অলিম্পিক আয়োজনের জন্য ঝাঁপাবে ভারত! মোদীর সঙ্গে আইওসি প্রধানের বৈঠক বাড়াল সম্ভাবনা

Updated By: Apr 27, 2015, 02:13 PM IST
২০২৪ সালের অলিম্পিক আয়োজনের জন্য ঝাঁপাবে ভারত! মোদীর সঙ্গে আইওসি প্রধানের বৈঠক বাড়াল সম্ভাবনা

নয়া দিল্লি: ২০২৪ সালের অলিম্পিক আয়োজন নিয়ে কি ঝাঁপাবে ভারত? জল্পনা উস্কে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ। গতকাল গভীর রাতে একদিনের ঝটিকা সফরে ভারতে এসেছেন আইওসি প্রেসিডেন্ট। আজ বিকেল ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক। ২০২৪ সালের অলিম্পিকের দায়িত্ব নিতে আদৌ কি প্রস্তুত ভারত? বৈঠকে সম্ভবত সে বিষয়েই আলোচনা হবে।

২০১৩ সালে আইওসি-এর দায়িত্ব নেওয়ার পর এটিই বাচের প্রথম ভারত সফর।

''মোদী যে বিষয়ে চাইবেন, আমি সেই সব বিষয় নিয়েই আলোচনায় রাজি। আমার ধারণা এই বৈঠক অত্যন্ত ভাল হবে।'' মন্তব্য বাচ-এর।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ইতিমধ্যেই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বারদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন আইওসি প্রেসিডেন্ট।

আজ রাতে ভারত ছাড়ার আগে সম্ভবত সাংবাদিক বৈঠক করবেন বাচ। তবে মোদী-বাচের আলোচনার বিষয় বস্তু ঠিক কী হতে চলেছে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ও আইওএ।

বস্টন, হামবুর্গ ও রোম ইতিমধ্যেই ২০১৪ সালের অলিম্পিক আয়োজনের দায়িত্ব নিতে চেয় আবেদন জানিয়েছে।

 

.