এখনই অবসর নিচ্ছেন না রোনাল্ডিনহো

১) মালাগা ম্যাচের জন্য ফিট লিওনেল মেসি। গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাও ম্যাচে পেশিতে টান ধরেছিল মেসির। ফলে কোপা দেল রে-র ম্যাচে মাঠে নামেননি পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার। তবে বৃহস্পতিবার থেকে আবার অনুশীলন শুরু করে দিয়েছেন মেসি। দুম্যাচ নির্বাসন কাটিয়ে মালাগ ম্যাচে খেলবেন লুই সুয়ারেজও।

২) একশো মিলিয়ন ডলারেরও বেশি অর্থ দিয়ে দুহাজার তেরো সালে গ্যারেথ বেলকে সই করিয়েছিল রিয়াল মাদ্রিদ। এমনই দাবি করেছে একটি ফুটবল ওয়েবসাইট। এমনকি বেলের সঙ্গে রিয়ালের চুক্তিপত্রও পোস্ট করেছে ওয়েবসাইটটি। চুক্তি অনুযায়ী বেলকে একশো নয় মিলিয়ন ডলার দিয়েছে রিয়াল। অথচ রিয়ালের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে বেলকে একানব্বই মিলিয়ন ডলার দিয়ে সই করানো হয়েছে।

৩) এখনই অবসর নিচ্ছেন না রোনাল্ডিনহো। রিও অলিম্পিকের পর অন্য কোনও ক্লাবের সঙ্গে চুক্তি করবেন বলে জানিয়েছেন এই ব্রাজিলীয় বিশ্বকাপার। বর্তমানে ফ্লোরিডা কাপে খেলতে আমেরিকায় রয়েছেন রোনাল্ডিনহো। এবছরই ফ্লুমিনেনসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তাঁর।

English Title: 
international football
News Source: 
Home Title: 

এখনই অবসর নিচ্ছেন না রোনাল্ডিনহো

 এখনই অবসর নিচ্ছেন না রোনাল্ডিনহো
Yes
Is Blog?: 
No
Section: