গ্লাসগো অলিম্পিকে ভারত-A টু Z

আজ শেষ হচ্ছে গ্লাসগো কমনওয়েলথ গেমস। ১4দিন ধরে চলা মহাযজ্ঞে এক নজরে ভারতীয়দের জিজ্ঞাসার বিষয়গুলি এক নজরে দেওয়া ফল

Updated By: Aug 4, 2014, 12:15 PM IST

পার্থ প্রতিম চন্দ্র: শেষ হয়ে গেল গ্লাসগো কমনওয়েলথ গেমস। ১১ দিন ধরে চলা মহাযজ্ঞে এক নজরে ভারতীয়দের জিজ্ঞাসার বিষয়গুলি এক নজরে দেওয়া হল--
-----------------------------
এক নজরে গ্লাসগো কমনওয়েলথ গেমসের ভারত পদক কটা কদক পেল-
১) ভারত-১৫টি সোনা, ৩০টি রুপো, ১৯টি ব্রোঞ্জ। মোট ৬৪টি পদক। পদক তালিকায় পঞ্চম। পদক তালিকায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া,কানাডা, স্কটল্যান্ডের পরে।
---------------------------------------


গ্লাসগো কমনওয়েলথ গেমসে কোন খেলায় কটা সোনা এল-

ভারত্তোলন (৩টি)- সঞ্জিতা খুমুকচান, সুখেন দে, সতীশ শিবলিঙ্গম
শ্যুটিং (৪টি)-অভিনব বিন্দ্রা, অপূর্বী চান্ডেলা,রাহি শারনোবাত,জিতু রাই
কুস্তি (৫টি) -অমিত কুমার,বীনেশ পোগাত,সুশীল কুমার,ববিতা কুমারী,যোগেশ্বর দত্ত
অ্যাথলেটিক্স (১টি) -বিকাশ গৌড়া (ডিসকাস থ্রো)
ব্যাডমিন্টন (১টি)-পুরুপাল্লি কাশ্যপ (পুরুষদের সিঙ্গলসে)
স্কোয়াশ (১টি)-দীপিকা পাল্লেকেলে+ জোত্‍স্না চিনাপ্পা (মহিলাদের ডাবলসে)
-----------------------------
কোন খেলায় কটা পদক এল -
ভারত্তোলন-১৪টি, শ্যুটিং-১৭টি, কুস্তি-১৩টি , অ্যাথলেটিক্স-৩টি ,ব্যাডমিন্টন-৪, স্কোয়াশ-১,বক্সিং-৫, জুডো-৪,হকি-১, টেবিল টেনিস-১,জিমনাস্টিক-১। মোট ৬৪টি।
--------------
এবার ভারতের পারফরম্যান্স সামগ্রিকভাবে কেমন হল
গতবারের চেয়ে ভারতের ৩৭টি পদক কমে গিয়েছে। এর কারণ টেনিসের মত ইভেন্ট সম্পূর্ণ বাদ পড়েছে। সঙ্গে শ্যুটিং, কুস্তির মত কয়েকটা ইভেন্টে বেশ কতকগুলো ক্যাটাগরি বাদ পড়েছে। এই বাদ পড়া ইভেন্টগুলোতে গতবার ভারত মোট ৩৪টি পদক জিতেছিল। তা ছাড়া দেশের মাটিতে খেলার সুবিধা ছিল। সব মিলিয়ে দেখলে এবারের গেমসে ভারতীয়দের পারফরম্যান্স বেশ ভাল।
---------------------------


রিওতে কটা
কমনওয়লেথ গেমসের পারফরম্যান্সের পর কাটছেঁড়া হয় অলিম্পিক নিয়ে। এখন প্রশ্ন গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভাল ফলের পর ২০১৬ রিও অলিম্পিকে কটা পদক আশা করা যায়। অলিম্পিক আসতে এখনও দুটো বছর বাকি। এই দীর্ঘ ২ বছরে অনেক কিছু বদলে যেতে পারে। তবে কুস্তি, শ্যুটিংয়ে ভারতীয়দের পারফরম্যান্স দেখে রিওতে অন্তত ৬টা পদক আশা করা যায়। যদিও অলিম্পিক এমন একটা মঞ্চ যেখানে আশা-প্রত্যাশা, র‍্যাঙ্কিংয়ের থেকেও খেলোয়াড়দের শারীরিক ফিটনেস, মানসিক জোর,পারফরম্যান্স শেষ কথা বলে।
------------------------------

উল্লেখযোগ্য দিক- *কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথমবার স্কোয়াশে সোনা এল। দেশের স্কোয়াশের কাছে এই পদকটা খুব দরকার ছিল।

*গত বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করা ভারতীয় বক্সার গ্লাসগোয় একটাও সোনার পদক পেলেন না। ব্যাপরটা অনেকটা অশনীসঙ্কেত। কারণ অলিম্পিকে বক্সিংয়ে সবচেয়ে সফল কিউবা সহ বেশ কয়েকটা দেশ কিন্তু কমনওয়েলথ গেমসে ছিল না। তারপরেও সোনা না জেতাটা সুখের খবর নয়

**অলিম্পিকে ভারতের সেরা কুস্তিগিররাই। সেই কুস্তিগিররা জিতলেন ৫টি সোনা সহ ১৩টি পদক। শুধু পদক জেতাই নয় সুশীল, যোগেশ্বর,ববিতাদের খেলা মুগ্ধ করল সবাইকে। বিশেষ্ণজরা বলছেন, সুশীলরা কুস্তির টেকনিককে আলাদ পর্যায়ে নিয়ে গিয়েছেন।

**বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতী হকির প্রত্যাবর্তন। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৪ গোলে হারটা খারাপ খবর।

**অলিম্পিকের ইতিহাসে ভারতের প্রথম সোনা জয়ী অভিনব বিন্দ্রার গ্লাসগোয় সোনা জয়। কমনওয়েলথ গেমসে সোনা ছিল না অভিনবর, এত গৌরবময় একটা কেরিয়ারে ব্যাপরটা অস্বস্তিতে রাখত অভিনবকে। তাঁর শেষ কমনওয়েলথ গেমসে স্বস্তির সোনা জিতলেন।  

** গেমস শুরুর আগেই নাম প্রত্যাহার করে নেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। কিন্তু এরপরেও ভারত ব্যাডমিন্টনে সোনা জিতল। ৩২ বছর পর ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে সোনা জিতল ভারত। তবে মনে রাখতে হবে ব্যাডমিন্টনের সুপার পাওয়ার দেশ চিন কিন্তু কমনওয়েলথ গেমসে খেলে না।

-------------------------
পতাকা বাহক-উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে ভারতের পতাকা বাহক ছিল শ্যুটার বিজয় কুমার। সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা বহন করবেন ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া।
------------------
গতবার দিল্লি কমনওয়েলথ গেমসে কী ফল হয়েছিল
পদক তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ভারত। ৩৮ টি সোনা, ২৭টি রুপো, ৩৬টি ব্রোঞ্জ সহ মোট ১০১টি পদক
----------------
পরের কমনওয়েলথে গেমস কোথায় হবে-অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে

---------------------
এক নজরে গ্লাসগো কমনওয়েলথ গেমসের পদক তালিকা
১) ইংল্যান্ড-৫৮টি সোনা, ৫৯টি রুপো, ৫৭টি ব্রোঞ্জ। মোট ১৭৪টি পদক
২) অস্ট্রেলিয়া-৪৯টি সোনা, ৪২টি রুপো, ৪৬টি ব্রোঞ্জ। মোট ১৩৭টি পদক
৩) কানাডা-৩২টি সোনা, ১৬টি রুপো, ৩৪টি ব্রোঞ্জ। মোট ৮২টি পদক
৪) স্কটল্যান্ড-১৯টি সোনা, ১৫টি রুপো, ১৯টি ব্রোঞ্জ। মোট ৫৩টি পদক
৫) ভারত-১৫টি সোনা, ৩০টি রুপো, ১৯টি ব্রোঞ্জ। মোট ৬৪টি পদক।

 

 

 

.