"এক কিংবদন্তিকে অপমান!" বোর্ড কর্তার ওপর রেগে আগুন গাভাসকর

বিদেশি ক্রিকেটাররা খেলবেন তো ক্রোড়পতি লিগে? এই সব নানা প্রশ্ন ভিড় করছে। উত্তরে উঠে আসছে আবার নানান বিতর্ক!

Updated By: Mar 20, 2020, 06:01 PM IST
 "এক কিংবদন্তিকে অপমান!" বোর্ড কর্তার ওপর রেগে আগুন গাভাসকর

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের কারণে আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল। ২৯ মার্চ থেকে যা  শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মারণ ভাইরাসের কারণে আদৌ কি আইপিএল হবে? কীভাবে কবে থেকে হবে? বিদেশি ক্রিকেটাররা খেলবেন তো ক্রোড়পতি লিগে? এই সব নানা প্রশ্ন ভিড় করছে। উত্তরে উঠে আসছে আবার নানান বিতর্ক!

এই যেমন এবারের আইপিএলে বিদেশি ক্রিকেটাররা খেলবেন তো এই প্রশ্নের উত্তরে এক বিসিসিআই কর্তার মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর এহেন মন্তব্যে রীতিমতো রেগে আগুন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। আইপিএলে এবার বিদেশি ক্রিকেটাররা না খেললে টুর্নামেন্টটা সৈয়দ মুস্তাক আলি (ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট) টুর্নামেন্টের মতো হয়ে যাবে। এক বিসিসিআই আধিকারিকের এমন মন্তব্যে তেলে-বেগুনে জ্বলে ওঠেন সানি।

এরপরেই নিজের কলামে সুনীল গাভাসকর লেখেন, "একজন কিংবদন্তিকে অপমান এটা! যাঁর নামে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে। আর যদি এই সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট এতোটাই খারাপ যদি হবে , তাহলে টুর্নামেন্টটা বোর্ড কেন আয়োজন করে! আর ঘরোয়া টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটাররা কম খেলে বলে অতটা জনপ্রিয় নয়। বিসিসিআইয়ের উচিত্ এদিকে নজর রাখা। "

আরও পড়ুন - আইসোলেশন বিরক্তিকর! একা একা কী করছেন কেএল রাহুল, দেখুন ভিডিয়ো

.