Harmanpreet Kaur: মাঠের বাইরে এবার মুখে ছক্কা মারলেন হরমন! দেখুন ভাইরাল ভিডিয়ো

চাপের মুখে চুপসে না গিয়ে সেখান থেকে পালটা লড়াই শুরু করে দেন হরমন ও জেমাইমা। চতুর্থ উইকেটে দু'জন ৭৩ রান তোলেন। সেখানেই ম্যাচ ঘুরে যায়। হরমন ৮৮ বলে ৫২ রানে আউট হলেও, থেমে ছিলেন না জেমাইমা। 

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 20, 2023, 05:23 PM IST
Harmanpreet Kaur: মাঠের বাইরে এবার মুখে ছক্কা মারলেন হরমন! দেখুন ভাইরাল ভিডিয়ো
ব্যাটের পর এবার মুখেও ঝড় তুলছেন হরমনপ্রীত কৌর। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম একদিনের ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ৪০ রানে হেরে গিয়েছিল ভারতীয় দল (Indian Womens Cricket Team)। তবে দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশকে (Bangladesh Womens Cricket Team) ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) প্রমীলাবাহিনী। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে দলের জয়ে বড় ভূমিকা নিলেন জেমাইমা রড্রিগেজ (Jemimah Rodrigues)। ৭৮ বলে ৮৬ রান করার পাশাপাশি মাত্র ৩ রানে ৪ উইকেট নিয়ে সিরিজে ভারতের আশা বাঁচিয়ে রাখলেন জেমাইমা। স্বভাবতই হলেন 'ম্যাচের সেরা'। ৩০ রানে ৩ উইকেট নিলেন দেভিকা বৈদ্য (Devika Vaidya)। আর ম্যাচ জিতেই সঞ্চালককে তাঁর ভুল ধরিয়ে দিলেন ভারতের অধিনায়ক। 

আরও পড়ুন: Wrestlers Protest VS Brij Bhushan: শর্তসাপেক্ষে জামিন পেলেন যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ, বিরোধিতা করল না দিল্লি পুলিস

আরও পড়ুন: Indian Football Team, FIFA Ranking: জোড়া ট্রফি জয়ের পুরস্কার, কত ধাপ এগিয়ে গেল সুনীলের ভারত? জানতে পড়ুন

কথাবার্তার শেষে ধারাভাষ্যকার বলেন, 'ধন্যবাদ জেমাইমা।' সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দিয়ে ভারতের মহিলা দলের অধিনায়ক বলেন, 'হরমনপ্রীত কৌর। ধন্যবাদ।' ধারাভাষ্যকারের ভুল ধরিয়ে দেওয়ার পরে আর সেখানে দাঁড়াননি হরমনপ্রীত। মাইক্রোফোন নিয়ে তরতরিয়ে হেঁটে চলে যান।

চাপের মুখে চুপসে না গিয়ে সেখান থেকে পালটা লড়াই শুরু করে দেন হরমন ও জেমাইমা। চতুর্থ উইকেটে দু'জন ৭৩ রান তোলেন। সেখানেই ম্যাচ ঘুরে যায়। হরমন ৮৮ বলে ৫২ রানে আউট হলেও, থেমে ছিলেন না জেমাইমা। এরপর খেলার শেষে সাক্ষাৎকারের সময়ে ধারাভাষ্যকার গুলিয়ে ফেলেন জেমাইমা সঙ্গে হরমনপ্রীতকে। ভারতের অধিনায়ক হরমনপ্রীতকে ভুল করে জেমাইমা বলে ফেলেন সেই ধারাভাষ্যকার। হরমনপ্রীত তাঁর ভুল ধরিয়ে দেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.