INDvsWI, Team India’s 1000th ODI: ‘পকেট ডিনামাইট’ Ishan Kishan করবেন ওপেন, কিন্তু কেন? জানালেন Rohit Sharma

বড় সুযোগ পেলেন ইশান কিষান।

Updated By: Feb 5, 2022, 04:05 PM IST
INDvsWI, Team India’s 1000th ODI: ‘পকেট ডিনামাইট’ Ishan Kishan করবেন ওপেন, কিন্তু কেন? জানালেন Rohit Sharma
বাড়তি দায়িত্ব পেলেন ইশান কিষান। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হওয়ার জন্য শিখর ধওয়ান ও রুতুরাজ গায়কোয়াড় এখনও নিভৃতবাসে রয়েছেন। আর এক ওপেনার ময়ঙ্ক আগরওয়াল ব্যাক আপ হিসেবে দলে এলেও, নিয়ম অনুসারে এখনও নিভৃতবাসে রয়েছেন। তিনি দলে যোগ দিতে পারবেন রবিবার। তাই শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ওপেন করবেন ইশান কিষান। দল ১০০০তম একদিনের ম্যাচ খেলতে নামার আগে সেটা জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার সীমিত ওভারের অধিনায়ক রোহিত শর্মা।

ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ উঠলে রোহিত বলেন, “এই মুহূর্তে ইশান কিষান আমাদের কাছে একমাত্র বিকল্প। তাই ইশান ওপেন করবে। নিয়ম অনুসারে ময়ঙ্ক এখনও নিভৃতবাসে আছে। তাই অনুশীলনে চোট না পেলে ইশান প্রথম ম্যাচে ওপেন করবে।“

আরও পড়ুন: INDvsWI: টিম মিটিং করছেন Rohit Sharma, মুখ ঘুরিয়ে অদ্ভুত মেজাজে Virat Kohli, ছবিতে দেখুন

আরও পড়ুন: INDvsWI: ১০০০তম একদিনের ম্যাচ খেলতে নামার আগে Team India-কে শুভেচ্ছা জানালেন Sachin Tendulkar

মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের প্রাক্তন সতীর্থ ইশান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দলে ছিলেন। ফলে এক জৈব বলয় থেকে আর এক জৈব বলয়ে ঢুকেছেন। ফলে তাঁকে নতুন করে নিভৃতবাস পর্ব কাটাতে হচ্ছে না। তাই রোহিতের সঙ্গে এই তরুণ বাঁহাতিকে দেখা যাবে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.