INDvsNZ: শহরে পা রেখেই Eden Gardens-এ গেলেন Rahul Dravid

ফের ইডেন গার্ডেন্সে রাহুল দ্রাবিড়। 

Updated By: Nov 20, 2021, 09:08 PM IST
INDvsNZ: শহরে পা রেখেই Eden Gardens-এ গেলেন Rahul Dravid
ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ও বোলিং কোচ পারস মাম্বরের সঙ্গে হেড কোচ রাহুল দ্রাবিড়। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: রাঁচিতে চলতি টি-টোয়েন্টি সিরিজ জেতা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। শনিবার দুপুরে কলকাতায় পা রেখে রোহিত শর্মা-কেএল রাহুলরা বিশ্রামে চলে গিয়েছেন। তবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাজ শেষ হয়নি। তাই তো এ দিন দুপুরে কলকাতায় পা রেখেই সোজা ইডেন গার্ডেন্সে চলে গেলেন টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ 'দ্যা ওয়াল'। তাঁর সঙ্গে ছিলেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour) ও বোলিং কোচ পারস মাম্বরে (Paras Mhambrey)। মাঠে গিয়ে পিচ দেখে নেন রাহুল। 

আরও পড়ুন: IPL 2022: কোথায় শেষ টি-টোয়েন্টি খেলতে চান? জানিয়ে দিলেন Mahendra Singh Dhoni

Rahul Dravid
 
সিরিজ জেতা হয়ে গিয়েছে। এ বার লক্ষ্য ৩-০ করা। সেই লক্ষ্য নিয়ে শনিবার দুপুরে কলকাতায় পা রাখল ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার মহেন্দ্র সিং ধোনির শহরে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। অর্থাৎ ইডেনে ম্যাচ নিয়মরক্ষার। কিন্তু তাকে কোনও মতেই খাটো করে দেখছে না দল। সিরিজ শুরুর আগেই ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত ও কোচ রাহুল জানিয়ে দিয়েছেন আগামি বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তৈরি হচ্ছেন তাঁরা। ফলে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।

সিরিজ পকেটে পুরে ফেলার জন্য সিরিজের শেষ ম্যাচে বেশ কিছু বদল দেখা যেতে পারে। সেক্ষেত্রে যুজবেন্দ্র চাহালের সঙ্গে ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, আবেশ খানের মতো তরুণরা সুযোগ পান কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.