Indore Pitch Controversy, BGT 2023: হোলকারের পিচকে 'পুওর' বলতেই আইসিসিকে ধুয়ে দিলেন লিটল মাস্টার
ভারতকে তিনটে ডিমেরিট পয়েন্ট দেওয়া হলেও তখন কেন একটিও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়নি অস্ট্রেলিয়াকে? অর্থাৎ সাদা চামড়াদের যে এখনও আলাদা নজরে দেখা হয় সেটা মুখে না এনেই বুঝিয়ে দিয়েছেন সানি। তবে আইসিসিকে এক চোখামির অভিযোগ করলেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামের (Holkar Stadium) বাইশ গজকে 'পুওর' বলতেই আইসিসি-কে (ICC) ধুয়ে দিলেন সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) তৃতীয় টেস্ট তৃতীয় দিনের লাঞ্চের আগেই শেষ হয়ে যায়। সদ্য সমাপ্ত টেস্টে পড়েছিল মোট ৩১টি উইকেট। এরমধ্যে ২৬ টি উইকেটে দুই দলের স্পিনারদের ঝুলিতে গিয়েছে। এবং সেখানে সবচেয়ে সফল অভিজ্ঞ ন্যাথান (Nathan Lyon) লিঁও ১১টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন। এদিকে চলতি সিরিজে নাগপুর, দিল্লির পর ইন্দোরের পিচ নিয়ে প্রবল সমালোচনা করছিলেন অস্ট্রেলিয়ার একাধিক প্রাক্তন ক্রিকেটার ও অজি মিডিয়া।
সেই যজ্ঞে ঘি ঢেলে দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড (Chris Broad)। তাঁর রিপোর্টের ভিত্তিতেই হোলকারের পিচকে 'খারাপ' বলে দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তৃতীয় টেস্টের ম্যাচ রেফারি ছিলেন ক্রিস ব্রড। তিনি তাঁর রিপোর্টে লিখেছেন, "এই পিচ প্রথম থেকেই খুব শুকনো ছিল। এর ফলে ব্যাট-বলের যুদ্ধ মোটেও দানা বাঁধেনি। পিচে প্রথম থেকেই স্পিনাররা সাহায্য পেয়েছে। প্রথম ওভারের পঞ্চম বলেই পিচ ভেঙে যায়। এবং একইরকম অবস্থা পুরো ম্যাচ জুড়ে দেখা গিয়েছে। ফলে তেমন সিম মুভমেন্ট দেখা যায়নি। আর তাই এই পিচে বল অহেতুক লাফাচ্ছিল।" এমন অবস্থায় আবার টিম ইন্ডিয়াকে (Team India) তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আর এতেই বেজায় চটেছেন সানি।
— ICC (@ICC) March 3, 2023
ভারতকে তিনটে ডিমেরিট পয়েন্ট দেওয়া হলেও তখন কেন একটিও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়নি অস্ট্রেলিয়াকে? অর্থাৎ সাদা চামড়াদের যে এখনও আলাদা নজরে দেখা হয় সেটা মুখে না এনেই বুঝিয়ে দিয়েছেন সানি। তবে আইসিসিকে এক চোখামির অভিযোগ করলেন তিনি।
সানি বলেন, "আইসিসি-র কাছ থেকে একটা ব্যাপার স্পষ্টভাবে জানতে চাই। গত নভেম্বর মাসে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ব্রিসবেনের গাব্বায় আয়োজিত হয়েছিল। সেই টেস্ট মাত্র দু'দিনে শেষ হয়ে যায়। সেই সময় অস্ট্রেলিয়ার কটা ডিমেরিট পয়েন্ট আইসিসি কেটে নিয়েছিল? পিচ কে কত নম্বর দেওয়া হয়েছিল? ম্যাচ রেফারি কে ছিলেন?" আরও ক্ষোভের সঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক যোগ করেন, "ভারতকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া একেবারেই এক চোখা সিদ্ধান্ত। হ্যাঁ এটা ঠিক যে প্রথম দিন থেকে বল ঘুরেছে। কিন্তু এর মানে এমন নয় যে পিচে অসমান বাউন্স ছিল। আর সেটা ছিল না বলেই অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭৭ রান তুলতে পেরেছিল।"
তৃতীয় টেস্টে প্রথমে ব্যাট করে ১০৯ রান করে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৯৭ রানে। ৮৮ রানে লিড নেয় তারা। ম্যাট কুহনেমান একাই নেন পাঁচ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ১৬৩ রান করে। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য মাত্র ৭৬ রানের লক্ষ্য দেন রোহিত শর্মারা। এক উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় অস্ট্রেলিয়া। গাভাসকার পাল্টা যুক্তি দিয়ে আইসিসি-কে জিজ্ঞেস করেছেন নভেম্বর মাসে ব্রিসবেন টেস্ট আড়াই দিনের শেষ হয়ে গিয়েছিল। তখন কোথায় ছিল আইসিসির নজরদারি? প্রশ্ন তুলেছেন সানি।