যে ক্রিকেটারকে হারালাম তাঁর কিছু দুর্দান্ত রেকর্ড
আজ প্রয়াত হলেন দেশের প্রবীণতম টেস্ট ক্রিকেটার। দীপক সোধন। নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলন।সেটাও কিনা পাকিস্তানের বিরুদ্ধে! আর আমাদের এই কলকাতা শহরেই! এমন মানুষের প্রায়াণের খবর পেয়ে ক্রিকেট মহল তো শোকস্তব্ধ হবেই।
![যে ক্রিকেটারকে হারালাম তাঁর কিছু দুর্দান্ত রেকর্ড যে ক্রিকেটারকে হারালাম তাঁর কিছু দুর্দান্ত রেকর্ড](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/16/55501-deepaksodhan16-5-16.jpg)
ওয়েব ডেস্ক: আজ প্রয়াত হলেন দেশের প্রবীণতম টেস্ট ক্রিকেটার। দীপক সোধন। নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলন।সেটাও কিনা পাকিস্তানের বিরুদ্ধে! আর আমাদের এই কলকাতা শহরেই! এমন মানুষের প্রায়াণের খবর পেয়ে ক্রিকেট মহল তো শোকস্তব্ধ হবেই।
দীপক সোধন সম্পর্কে আরও কয়েকটি কথা আজকের দিনে বলার। তিনিই ভারতের প্রথম বাঁ হাতি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন! লালা অমরনাথের পর তিনিই দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। আর দীপক সোধন তাঁর কেরিয়ার শেষ করেছিলেন ৬০ এর উপর গড় রেখে! যদিও তিনি মাত্র তিনটে টেস্টই খেলেছেন তাঁর কেরিয়ারে।