IND W vs AUS W: বড়দিনের আগেই এল বিরাট উপহার, আরব সাগরের তীরে হরমনপ্রীতদের ইতিহাস

Indian Women Team First Ever Win Against Australia In Womens Test Cricket History: ভারতীয় মহিলা ক্রিকেট দল পরপর ইতিহাস লিখল। সোনালী অধ্য়ায়ের মধ্য়ে দিয়ে যাচ্ছেন হরমনপ্রীতরা।

Updated By: Dec 24, 2023, 01:43 PM IST
IND W vs AUS W: বড়দিনের আগেই এল বিরাট উপহার, আরব সাগরের তীরে হরমনপ্রীতদের ইতিহাস
ইতিহাস লিখে মাঠ প্রদক্ষিণ হরমনপ্রীতদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিসিসিআই সচিব জয় শাহ এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার) হরমনপ্রীত কৌর অ্যান্ড কোংয়ের ছবি পোস্ট করলেন। রবি দুপুরে জয় লিখলেন, 'ব্য়াক-টু-ব্য়াক টেস্ট জিতল বিসিসিআই উইমেন টিম। ক্রিকেটের শুদ্ধতম ফর্মে তাদের আকুলতা ফুটে উঠল বুদ্ধিমত্তার সঙ্গে জিতে। হরমনপ্রীত, স্মৃতি মন্ধানা, অমোল মজুমদার, আমাদের সকল অসাধারণ মেয়েরা ইতিহাস লিখল আজ, তাদের সঙ্গে ছিল দুরন্ত সাপোর্ট স্টাফরা।'

এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যা ঘটে গেল, তা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে লেখা থাকবে। ভারতের মহিলা টেস্ট দল এক ম্য়াচের টেস্ট সিরিজে আট উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। ভারতীয় মহিলা দল এই প্রথম টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারাল। শুধু হারানোই নয়, রীতিমতো দাপটের সঙ্গে, আধিপত্য় নিয়ে খেলে আরব সাগরের তীরে তেরঙা ওড়ালেন হরমনপ্রীতরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়ের আগে ইংল্য়ান্ডকে হারিয়ে দিয়েছিলেন হরমনপ্রীতরা। ব্য়াক-টু-ব্য়াক ইতিহাস টিম ইন্ডিয়ার।

আরও পড়ুন: Inter Miami: মায়ামি এখন 'মিনি বার্সেলোনা'! মেসির টানে ফের এক বন্ধু-তারকা, এবার কে?

ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম দিন থেকেই দাপট দেখিয়েছেন ভারতের মেয়েরা। অ্যালিসা হিলি টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের বোলাররা জ্বলে উঠেছিলেন। পূজা বস্ত্রকার , স্নেহ রানা ও দীপ্তি শর্মারা লাল বলে সবুজ ঘাস জ্বালিয়ে দেব। অস্ট্রেলিয়ার গল্প শেষ হয়ে যায় মাত্র ২১৯ রানে। পূজা নেন চার উইকেট, স্নের ঝুলিতে আসে তিন উইকেট। দীপ্তি নেন দুই উইকেট। অজিদের প্রথম ইনিংসের জবাবে ভারত স্কোরবোর্ডে তোলে ৪০৬ রান। শেফালি (৪০), স্মৃতি (৭৪), রিচা ঘোষ (৫২), জেমিমা রডরিগেজ (৭৩), দীপ্তি শর্মা (৭৮) ও পূজা বস্ত্রকার (৪৭) ব্য়াট হাতে কথা বলেন। 

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি। ক্য়াঙারুর লেজ গুটিয়ে যায় মাত্র ২৬১ রানে। আবারও দাপট দেখান স্নেহ। চার উইকেট নেন তিনি। দুই উইকেট করে নেন রাজেশ্বরী গায়কোয়াড় ও হরমনপ্রীত। এক উইকেট পান পূজা। ভারতের জয়ের লক্ষ্য়মাত্র হয়ে দাঁড়ায় মাত্র ৭৫টি রান। তখনই ভারত ইতিহাস লেখার গন্ধ পেয়ে যায়। চতুর্থ দিনে ভারত এই রান তাড়া করতে নেমে, শুরুতে ধাক্কা খেয়েছিল। শাফালি চার রানে ফিরে যান। তিনে নেমে রিচা ঘোষ ফিরে যান ১৩ রানে। তবে অন্য় ওপেনার স্মৃতি ৩৮ রানে অপরাজিত থাকেন। চারে নেমে জেমিমা ১২ রানে নটআউট থাকেন। দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে ম্য়াচের সেরা হয়েছেন স্নেহ।

আরও পড়ুন: Ezequiel Lavezzi: মেসির সঙ্গে মাতিয়েছেন নীল-সাদা জার্সি, ছুরির কোপে হাসপাতালে আর্জেন্টাইন তারকা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.