অবশেষে বাদ কেএল রাহুল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট দলে চমক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে ১২০ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে ভারতীয় দল। 

Updated By: Sep 12, 2019, 05:48 PM IST
অবশেষে বাদ কেএল রাহুল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট দলে চমক

নিজস্ব প্রতিবেদন : ঘরের মাঠে  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। সেই জন্যই বৃহস্পতিবার দল ঘোষণা করল বিসিসিআই। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। আর এই সিরিজে বাদ দেওয়া হল ভারতীয় দলের ওপেনার কে এল রাহুলকে। তাঁর জায়গায় দলে সুযোগ পেলেন শুভমান গিল। ওপেনিং জুটি হিসাবে ভাবা হয়েছে রোহিত শর্মা ও মায়াঙ্ক আরওয়ালকে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রান পেলেও ওটেস্ট ইন্ডিজের বিরুদ্ধে আহামরি কিছু করতে পারেননি রাহুল। বারবারই সেট হওয়ার পরও উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। এদিকে, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন শুভমান।

আরও পড়ুন- ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাচ কি এটাই! দ্বন্দ্বে ফেললেন ভারতীয় ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে ১২০ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে পারলে শীর্ষ স্থান ধরে রাখতে পারবেন বিরাটরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কোয়াডে থাকা উমেশ যাদবকেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে রাখা হয়নি। ঘরের মাঠে খেলা বলেই স্পিন বিভাগে বেশি নজর দিয়েছিলেন নির্বাচকরা। 

১৫ জনের স্কোয়াড- বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা, শুভমান গিল। 

.