বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গ্রুপের 'ফার্স্ট বয়' ভারত

ভারতের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে ছিল বেলজিয়াম।

Updated By: Dec 9, 2018, 11:31 AM IST
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গ্রুপের 'ফার্স্ট বয়' ভারত

নিজস্ব প্রতিনিধি : আগ্রাসনে কোনওরকম আপোস করবে না তাঁর দল। আগেই বলে রেখেছিলেন ভারতীয় হকি দলের কোচ হরেন্দ্র সিং। যেমন কথা, তেমন কাজ। কানাডার বিরুদ্ধে একইরকম আগ্রাসী হকি খেলে গেলেন মনপ্রীত সিংরা। ভারতীয় দলের আগ্রাসী মানসিকতার সামনে খড়কুঁটোর মতো উড়ে গেল কানাডা। ৫-১ গোলে ম্যাচ জিতে গ্রুপের ফার্স্ট বয় থেকেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গেল ভারত।

আরও পড়ুন-  এক বলে ১৩ রান, ক্রিকেট ম্যাচ নয় যেন টানটান থ্রিলার!

গ্রুপ শীর্ষেই ছিল ভারতীয় দল। তবে ভারতের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে ছিল বেলজিয়াম। শনিবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের আগে খেলতে নেমেছিল বেলজিয়াম ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আবার বেলজিয়ামের কাছে হারল ৫-১ গোলে। এদিকে, ভারতও জিতল ৫-১ এ। ফলে গোলপার্থক্যও ফের ভারত ও বেলজিয়াম একই জায়গায় চলে এল। কিন্তু ভারত গ্রুপের শীর্ষ স্থানে থাকা দল হিসাবে শেষ আটে পৌঁছল।

আরও পড়ুন-  শতাব্দীর সেরা গুগলি কি এটাই? সাত বছরের খুদের বোলিংয়ে চমকে উঠলেন শেন ওয়ার্ন

ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার পায় ভারত। ১২ মিনিটের মাথায় হরমনপ্রীতের ড্র্যাগফ্লিক ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেয়। প্রথম কোয়ার্টারে আরও একটি পেনাল্টি কর্নায় পেলেও তা থেকে ব্যবধান বাড়াতে পারেননি ভারতীয় ফরোয়ার্ডরা। এর পর দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই ভারতীয় ফরোয়ার্ডরা আক্রমণাত্মক হতে শুরু করেন। কিন্তু ম্যাচের ফল থাকে সেই ১-০। এর মধ্যে বারকয়েক কানাডার পজিটিভ অ্যাটাক রুখে দেন শ্রীজেশ। 

তৃতীয় কোয়ার্টারের ৩৯ মিনিটে ফ্লোরিস ভান সনের গোল কানাডাকে সমতায় ফেরায়। পাল্টা আক্রমণ শানাতে থাকে ভারতীয় আক্রমণভাগ। ৪৬ মিনিটে চিংলেনসেনা সিংয়ের গোল ভারতকে ২-১ এগিয়ে দেয়। এক মিনিটের ব্যবধানে ফের গোল করেন ললিত কুমার। ম্যাচ শেষ হওয়ার মিনিট কয়েক আগে ফের পেনাল্টি কর্নার পায় ভারত। গোল করেন অমিত রুহিদাস। ভারত তখন ৪-১ এগিয়ে। শেষবেলায় আরও একটি গোল করেন ললিত কুমার। ভারতীয় দলের কোচ হরেন্দ্র সিং জয়ের পর বলে যান, ''আমাদের বিশ্বকাপ এবার শুরু। সামনে কঠিন লড়াই। তবে আক্রমণাত্মক হকিতে কোনও বদল আসবে না।''

.