বদলে গেল ম্যাচের সময়, জেনে নিন কবে শুরু হচ্ছে আইপিএল

কিংস ইলেভেন পঞ্জাব এবার তাদের ৪টি ম্যাচ খেলবে ঘরের মাঠে। মোহালিতেই হবে তাদের ৪ ম্যাচ

Updated By: Jan 22, 2018, 07:43 PM IST
বদলে গেল ম্যাচের সময়, জেনে নিন কবে শুরু হচ্ছে আইপিএল

নিজস্ব প্রতিবেদন: আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ছোটো ফর্ম্যাটে ক্রিকেটের মেগা শো। আইপিএল ২০১৮ এর উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে মুম্বইয়ের ওয়াঙখেড়েতে।

আইপিএল প্রশাসক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১১তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৬ এপ্রিল। প্রথম ম্যাচ হবে পরের দিন। পাশাপাশি ম্যাচের সময়ও বদল করা হয়েছে। গত আইপিএলে ম্যাচ শুরুর সময় ছিল বিকাল ৪টে ও সন্ধে ৮টা। এবার আইপিএলে প্রথম ম্যাচটি শুরু হবে বিকাল চারটের পরিবর্তে বিকাল সড়ে পাঁচটায়। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধে ৮টার পরিবর্তে ৭টায়।
আরও পড়ুন-এবারও অপরিবর্তিত থাকছে পিএফ-এ সুদের হার?
কিংস ইলেভেন পঞ্জাব এবার তাদের ৪টি ম্যাচ খেলবে ঘরের মাঠে। মোহালিতেই হবে তাদের ৪ ম্যাচ। বাকি ৩টি হবে ইন্দোরে। টানা ২ বছর নির্বাসনে থাকার পর এবার টুর্নামেন্টে ফিরছে রাজস্থান রয়্যালস। হোম গ্রাউন্ডে তাদের ক'টি ম্যাচ হবে তা ঠিক হবে ২৪ তারিখের পর।
এবছর আইপিএলের নিলাম হবে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে। ৩৬০ ভারতীয় প্লেয়ার সহ নিলামে হবে মোট ৫২০ খেলোয়াড়ের।

 

 

.