WATCH | Dwayne Bravo | WI vs IND: রোহিতদের সঙ্গে দেখা ব্র্যাভোর, আলো কাড়ল কোলের অতিথি!

Indian Players Meeting With Dwayne Bravo And Son: ভারতীয় দল রয়েছে ওয়েস্ট ইন্ডিজে। তাই সুযোগ করে রোহিত শর্মাদের সঙ্গে দেখা করে গেলেন ডোয়েন ব্র্যাভো। সঙ্গে ছিল ব্র্যাভোর ছেলেও। বিসিসিআই সেই ভিডিয়ো পোস্ট করেছে।

Updated By: Aug 1, 2023, 05:47 PM IST
 WATCH | Dwayne Bravo | WI vs IND: রোহিতদের সঙ্গে দেখা ব্র্যাভোর, আলো কাড়ল কোলের অতিথি!
ব্র্যাভো ও তাঁর ছেলের সঙ্গে টিম ইন্ডিয়ার সদস্যরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে ভারত। বার্বাডোজের কেনসিংটন ওভালে প্রথম ওয়ানডে ম্যাচ ভারত হেলায় হারিয়েছিল উইন্ডিজদের। পাঁচ উইকেটে জেতে টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাদের (Rohit Sharma) মতো সিনিয়ররা বিশ্রাম নেওয়ায়, ভারত হেরে যায় ছয় উইকেটে। সুতরাং তৃতীয় ম্যাচ ভারতের কাছে ডু-অর-ডাই, টেস্টের পর এবার ওয়ানডে সিরিজ জেতাই পাখির চোখ দলের। মঙ্গলবার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে ব্রায়ান লারার নামাঙ্কিত স্টেডিয়ামে (Brian Lara Stadium, Tarouba, Trinidad) তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলবেন রোহিত-শে হোপরা। মাঠে নামার আগে রোহিতদের সঙ্গে দেখা করে গেলেন ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo) ওরফে ডিজে ব্র্যাভো। ব্র্যাভো এসেছিলেন তার পুত্রকে নিয়ে। রোহতি-ঈশান কিশানরা ব্র্যাভোপুত্রকে নিয়েই মাতলেন। বিসিসিআই (BCCI) সেই ভিডিয়ো পোস্ট করেছে। 

আরও পড়ুন: Virat Kohli: বিরাটকে দিয়েছেন ১১২ কোটির ব্যবসা! রক্তের সম্পর্ক দু'জনের, কে এই প্রভাবশালী বিকাশ?

ব্র্যাভো আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলেছেন ২০২১ সালে। তবে তিনি পেশাদার ক্রিকেট ছাড়েননি। সিএসকে বোলিং কোচ সদ্যই মেজল লিগ ক্রিকেট খেললেন টেক্সাস সুপার কিংসের হয়ে। অন্যদিকে ভারতের মাথাব্যথার কারণ হয়ে টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। ওয়ানডে ক্রিকেট খেলতে গিয়েই ক্রমাগত ধরাশায়ী হচ্ছেন সূর্য। টি-টোয়েন্টির বাঘ, ওয়ানডে ফরম্যাটে এসে একেবারে ভিজে বিড়াল। দেশের জার্সিতে ২৫টি ওয়ানডে ম্যাচ খেলা হয় গেল সূর্যকুমারের। মাত্র ৪৭৬ রান করেছেন তিনি। গড় ২৩.৮। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৯, দ্বিতীয় ম্যাচে করেছেন ২৫। ঘটনাচক্রে আসন্ন বিশ্বকাপের অডিশনে সুপারফ্লপ সূর্য। তাঁকে আর এক ম্যাচের বেশি সুযোগ দেওয়া হবে না বলেই মনে করছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর। এখন দেখার এদিন সূর্যকুমার কী করেন!

ভারতের একদিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, উমরান মালিক, জয়দেব উনাদকট এবং মুকেশ কুমার।

আরও পড়ুন: Kapil Dev | Ravindra Jadeja : এবার কপিলের 'ঔদ্ধত্য' বোমার পাল্টা, একেবারে ইঞ্চিতে-ইঞ্চিতে বোঝালেন 'স্যর'!

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.