জুনিয়র উইম্বলডনের ফাইনালে ১৭ বছরের প্রবাসী বাঙালি Samir Banerjee

নিজস্ব প্রতিবেদন: দুরন্ত টেনিস খেলে জুনিয়র উইম্বলডনের (Wimbledon boy's singles) ফাইনালে সমীর বন্দ্যোপাধ্যায় (Samir Banerjee)। ১৭ বছরের আমেরিকার নিউ জার্সির সমীর প্রবাসী বাঙালি। প্রসঙ্গত এর আগে আরেক বাঙালি জুনিয়র উইম্বলডনের ফাইনালে খেলেছিলেন। তিনি জয়দীপ মুখোপাধ্যায়। যদিও ফাইনাল জেতা হয়নি তাঁর। 

শনিবার সমীর সেমিফাইনালে হারিয়েছে ফ্রান্সের সাসা গুয়েমার্ড ওয়েনবার্গকে। সমীরের পক্ষে ফল ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-২। ফাইনালে সমীরের প্রতিদ্বন্দ্বী তাঁর দেশেরই ভিক্টর লিলভ। ২০১৪ সালের পর অল ইংল্যান্ড ক্লাব দেখতে চলেছে 'অল আমেরিকান বয়েজ ফাইনাল'।

পরিসংখ্যান বলছে সমীর শেষ তিন ম্যাচে তিন সেট ড্রপ করেছেন। সব ম্যাচই প্রায় পৌনে দুই ঘণ্টার মধ্যে শেষ করেছেন। কিন্তু এদিনের ওঠা-পড়ার ম্যাচে সময় তার একটু বেশিই লেগেছে। সমীরের ট্র্যাক রেকর্ড বলছে বিগত এক বছর আইটিএফ জুনিয়র সার্কিটে সে আগুনে ফর্মে ছিল। ফলে রবিবাসরীয় ফাইনালে তার চ্যাম্পিয়ন হওয়ার যাবতীয় সম্ভাবনা আছে।

আরও পড়ুন: রাজনীতি ছেড়ে ফের খেলার ময়দানে, এবার কোচের ভূমিকায় Laxmi Ratan Shukla

১৯৯০ সালে ভারতের লিয়েন্ডার পেজ জিতেছিলেন জুনিয়র উইম্বলডনের ফাইনাল। পেজের বয়স ছিল ১৭। তাঁর আগে রমানাথন কৃষ্ণন এবং তাঁর ছেলে রমেশও জিতেছেন  জুনিয়র উইম্বলডন ফাইনাল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
Indian-origin Samir Banerjee reaches final of Wimbledon boy's singles
News Source: 
Home Title: 

জুনিয়র উইম্বলডনের ফাইনালে ১৭ বছরের প্রবাসী বাঙালি Samir Banerjee

 জুনিয়র উইম্বলডনের ফাইনালে ১৭ বছরের প্রবাসী বাঙালি Samir Banerjee
Yes
Is Blog?: 
No
Section: