Asia Cup Hockey 2022: 'চক দে ইন্ডিয়া'! জাপানকে হারিয়ে এশিয়া কাপে ব্রোঞ্জ ভারতের
'চক দে ইন্ডিয়া'! গত মঙ্গলবার সুপার-ফোর পর্বের ফাইনাল ম্যাচে ভারত-কোরিয়ার ৪-৪ গোলে টাই হয়ে যায়। যার ফলে ২০২২ সালের এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারতীয় হকি দল। এদিন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ জিতে দেশবাসীর মুখে হাসি ফোটালেন বীরেন্দ্র লাকড়ারা।
নিজস্ব প্রতিবেদন: এশিয়া কাপ হকিতে (Asia Cup Hockey 2022) ভারত ১-০ ব্যবধানে জাপানকে হারিয়ে জিতে নিল ব্রোঞ্জ। বুধবার ইন্দোনেশিয়ার জাকার্তায়া অনুষ্ঠিত ব্রোঞ্জ পদক ম্যাচে রাজকুমার পাল ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন। শেষ মুহূর্তে ১০ জনে খেলেও ভারত রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে আনে জিবিকে স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে।
গত মঙ্গলবার সুপার-ফোর পর্বের ফাইনাল ম্যাচে ভারত-কোরিয়ার ৪-৪ গোলে টাই হয়ে যায়। যার ফলে ২০২২ সালের এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারতীয় হকি দল। এদিন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচ জিতে দেশবাসীর মুখে হাসি ফোটালেন বীরেন্দ্র লাকড়ারা। এদিন ম্যাচের ৬ মিনিটেই ভারত গোলের দেখা পেয়ে গিয়েছিল এশিয়ান গেমসের সোনা জয়ীদের বিরুদ্ধে। আর এই গোলই ভারতের ভাগ্য লিখে দেয়।
এই নিয়ে ১১ বার এশিয়া কাপে অংশ নিয়ে দ্বিতীয়বার ভারত তিন নম্বরে শেষ করল। ভারত এই টুর্নামেন্টের প্রথম চারটি ফাইনাল পাকিস্তানের কাছে হেরেছিল। এর আগে ১৯৯৯ সালে ভারত তিনে শেষ করেছিল। এরপরের দুই মরশুমে ভারত জেতে। ২০০৯ সালে পাঁচে শেষ করেছিল ভারত। এরপর ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার কাছে ফাইনালে হারতে হয়েছিল নীল জার্সিধারীদের। এর আগের এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আগামী বছর বিশ্বকাপের আগে এটি কার্যত একটি কোয়ালিফায়ার টুর্নামেন্ট ছিল ভারতের কাছে। যদিও আয়োজক হওয়ায় ভারত ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই টুর্নামেন্টে একাধিক নতুন মুখ পরখ করে দেখেছে ভারত।
আরও পড়ুন: Virender Sehwag: ধোনি বাদ দিয়েছিলেন দল থেকে, সচিন রুখেছিলেন তাঁর অবসর! বিস্ফোরক বীরু
আরও পড়ুন: Sunil Gavaskar: ব্যাটিং অর্ডারের এই জায়গায় Hardik-Rishabh হয়ে উঠবেন বিধ্বংসী! মত কিংবদন্তির
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)