বৃহস্পতিবার সিরিজ জয়ের লক্ষ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে টিম কোহলি

Updated By: Aug 2, 2017, 11:04 PM IST
বৃহস্পতিবার সিরিজ জয়ের লক্ষ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে টিম কোহলি

ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার থেকে কলম্বোতে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। সিরিজ জয়ের লক্ষ্যে নামছেন কোহলিরা। কলম্বোতে ভারতীয় দলে কামব্যাক করছেন লোকেশ রাহুল। কলম্বোতেই টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে ফেলার লক্ষ্য নিয়ে নামছে ভারত। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে এক-শূণ্য ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় দল। সেই জয়ের ধারাই অব্যাহত রাখতে চায় কোহলি ব্রিগেড।

আরও পড়ুন- জানেন বিরাট কোহলির 'বস' কে?

কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে কামব্যাক করছেন লোকেশ রাহুল। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন রাহুল পুরোপুরি সুস্থ। দারুন ছন্দেও আছেন। ফলে রাহুলকে প্রথম একাদশে রাখা হচ্ছে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অভিনব মুকুন্দ। বাকী দল অপরিবর্তিত থাকার সম্ভাবনাই প্রবল। এদিকে কলম্বোর পিচ দেখে সন্তুষ্ঠ ভারত অধিনায়ক বিরাট কোহলি। তার মতে টেস্টের পক্ষে আদর্শ উইকেট। ধার ও ভারে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কা দলের পক্ষে সুখবর তাদের অধিনায়ক দীনেশ চান্ডিমাল দলে ফিরছেন।

 

.