জয়ের ধারা অব্যাহত রাখতে চায় সন্দীপরা

কানাডাকে ৩-২ গোলে হারিয়ে অলিম্পিকের যোগ্যতা নির্নায়ক পর্বের ফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করে ফেলেছে ভারতীয় হকি দল। এবার শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছেন সন্দীপরা।

Updated By: Feb 23, 2012, 11:39 PM IST

কানাডাকে ৩-২ গোলে হারিয়ে অলিম্পিকের যোগ্যতা নির্নায়ক পর্বের ফাইনালে যাওয়ার পথ প্রশস্ত করে ফেলেছে ভারতীয় হকি দল। এবার শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছেন সন্দীপরা।
অবশ্য শুক্রবার পোল্যান্ডের সঙ্গে ড্র করলেও ফাইনালে উঠে যাবে মাইকেল নবসের দল। যদিও পোল্যান্ডকে হালকা ভাবে নিতে নারাজ কোচ নবস। তিনি ভাল ভাবেই জানেন শেষ ম্যাচটা হেরে গেলে তাঁদের লন্ডন যাওয়ার স্বপ্নে ধাক্কা লাগতে পারে।
২০০০ সালে সিডনি অলিম্পিকে পোল্যান্ডের জন্যই পদক জিততে পারেনি ভারত। পোল্যান্ডের সঙ্গে ১-১ ফলে ড্র করে সেমিফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় দল।  

.