সাদর অভ্যর্থনার মধ্যে দিয়ে দেশে ফিরলেন দীপা, দেখুন ভিডিওতে

দেশে ফিরলেন 'সোনার মেয়ে' দীপা কর্মকার। আজ ভোরে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে ঘিরে ছিল প্রবল উন্মাদনা। সাদরে অভ্যর্থনা জানানো হয় ভারতের এই কৃতী কন্যাকে। দেখুন সেই ভিডিও,

Updated By: Aug 20, 2016, 09:15 AM IST
সাদর অভ্যর্থনার মধ্যে দিয়ে দেশে ফিরলেন দীপা, দেখুন ভিডিওতে

ওয়েব ডেস্ক : দেশে ফিরলেন 'সোনার মেয়ে' দীপা কর্মকার। আজ ভোরে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে ঘিরে ছিল প্রবল উন্মাদনা। সাদরে অভ্যর্থনা জানানো হয় ভারতের এই কৃতী কন্যাকে। দেখুন সেই ভিডিও,

ত্রিপুরার মেয়ের হাত ধরেই অলিম্পিক জিমন্যাস্টে উজ্জ্বল হয়েছে ভারতের নাম। প্রোদুনভা ভল্ট বা ডেথ ভল্টে তাঁর পারদর্শিতা ইতিমধ্যেই বিশ্বের তাবড় জিমন্যাস্টদের প্রশংসা কুড়িয়েছে। সামান্য কিছু পয়েন্টের ব্যবধানে পদক হাতছাড়া হলেও অলিম্পিক জিমন্যাস্টে চতুর্থ দীপা কর্মকার জিতে নেন সারা দেশের হৃদয়। দেশে ফিরে আবেগে আপ্লুত দীপা বলেন, "চতুর্থ স্থানে থাকব, এতটা আশা করিনি।" তাঁর পাশে থাকার জন্য ধন্যবাদ জানান দেশবাসীকে। দেশে জিমন্যাস্টিক্সের পরিকাঠামো নিয়েও তাঁর কোনও অভিযোগ নেই। শুনে নিন দীপা কী বললেন,

অন্যদিকে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী বলেন, পরের অলিম্পিকে অনন্ত তিনজন জিমনাস্ট দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। 

.