লাওসকে হাফ ডজন গোল ভারতের

লাওসকে দুই পর্ব মিলিয়ে ৭-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বের কোয়ালিফাইং রাউন্ডে জায়গা পাকা করল ভারত। মঙ্গলবার ফিরতি পর্বের প্লে-অফে লাওসকে ৬-১ গোলে হারালেন সুনীল, জেজেরা। ২০০৭ সালের পর আন্তর্জাতিক কোনও ম্যাচে প্রতিপক্ষকে ছগোল দিল ব্লু-ব্রিগেড। 

Updated By: Jun 7, 2016, 10:00 PM IST
লাওসকে হাফ ডজন গোল ভারতের

ব্যুরো: লাওসকে দুই পর্ব মিলিয়ে ৭-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বের কোয়ালিফাইং রাউন্ডে জায়গা পাকা করল ভারত। মঙ্গলবার ফিরতি পর্বের প্লে-অফে লাওসকে ৬-১ গোলে হারালেন সুনীল, জেজেরা। ২০০৭ সালের পর আন্তর্জাতিক কোনও ম্যাচে প্রতিপক্ষকে ছগোল দিল ব্লু-ব্রিগেড। 

গুয়াহাটিতে দুরন্ত ভারত। লাওসকে ফিরতি পর্বে ছয়-এক গোলে উড়িয়ে দিয়ে এশিয়ান কাপের মূলপর্বের কোয়ালিফাইং রাউন্ডে জায়গা পাকা করল ফেলল ব্লু-ব্রিগেড। দুই পর্ব মিলিয়ে কনস্ট্যানটাইন ব্রিগেড জিতল সাত-এক গোলে। এক-শূন্য গোলে এগিয়ে থেকে মঙ্গলবার ঘরের নামে নেমেছিলেন সুনীলরা। প্রথম পঁচিশ মিনিট বাদ দিলে লাওসকে নিয়ে ছেলেখেলা করল ভারতের তরুণ দল। তারুণ্যের ওপর ভর করে বহুদিন পর মাঠে মস্তানি করল কনস্ট্যানটাইন অ্যান্ড কম্পানি। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে ভারত। তখন অবশ্য মনে হয়নি এই ভাবে মাঠে দাপট দেখাবেন জেজে, সুনীল। বিরতির আগেই জেজের গোলে সমতা ফেরে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ভারতকে এগিয়ে দেন সুমিত পাসি। বিরতির ঠিক পরই দলের তৃতীয় গোলটি সন্দেশ জিঙ্গনের। চুয়াত্তর মিনিটে ভারতের চতুর্থ গোলটি সেই জেজের। শেষ দশ মিনিটে বাকি দুটো গোল মহম্মদ রফিক ও ফুলগানসো কার্ডোজোর। 

.