ফিফা ও এএফসি কর্তাদের সামনে বাংলার ফুটবলের সার্বিক চিত্র তুলে ধরল আইএফএ
ওয়েব ডেস্ক : ফিফা ও এএফসি কর্তাদের সঙ্গে ম্যারাথন বৈঠকে বাংলা ফুটবলের সার্বিক চিত্রটা তুলে ধরলেন আইএফএ সভাপতি ও সচিব। বুধবার দুপুরে মধ্য কলকাতায় হোটেলে বৈঠক চলল তিন ঘন্টা ধরে। তারপর ফিফা ও এএফসির প্রতিনিধিকে যুবভারতী ক্রীড়াঙ্গন দেখালেন আইএফএ কর্তারা।
আইএফএ সভাপতি সুব্রত দত্ত দাবি তোলেন সামনের বছর থেকে হতে চলা ভারতের টপ লিগে অবিলম্বে নিয়ে হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে। আর ভারতের দুই ঐতিহ্যশালী ক্লাবের থেকে কোনওভাবেই ফ্রাঞ্চাইজি ফি নেওয়া চলবে না। ফিফা ও এএফসি কর্তাদের কাছে আইএফএ সভাপতি বলেন আই লিগের বেশ কয়েকটা ক্লাবকে টপ লিগে নিয়ে নিতে। আর নয়া লিগে প্রোমোশন ও রেলিগেশন চালু করার দাবি জানান আইএফএ সভাপতি। বৈঠক চলাকালীন সুব্রত দত্তের বক্তব্য শোনেন ফিফা ও এএফসি কর্তা। তবে কোনও মন্তব্য করতে চাননি তারা। বৈঠকে সচিব উত্পল গাঙ্গুলি আইএফএর ইতিহাস তুলে ধরেন। কলকাতা লিগের উন্মাদোনা কতটা সেই ছবিটাও তুলে ধরা হয় দুই অতিথির সামনে।