অনন্য সম্মান! ভারতীয় ডাক্তারের নাম লেখা জার্সি পরে খেললেন ইংল্যান্ডের বেন স্টোকস

ভারতীয় ডাক্তার বিকাশ কুমারকে সম্মান জানাল ইংল্যান্ড ক্রিকেট দল। 

Edited By: সুমন মজুমদার | Updated By: Jul 10, 2020, 06:14 PM IST
অনন্য সম্মান! ভারতীয় ডাক্তারের নাম লেখা জার্সি পরে খেললেন ইংল্যান্ডের বেন স্টোকস

নিজস্ব প্রতিবেদন - আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। তাঁর বাড়ির সবাই পড়াশোনায় মনোযোগী। তিনিও সেই পথেই হেঁটেছেন। খানিকটা বাড়ির চাপেই। ক্রিকেটার আর হয়ে ওঠা হয়নি। তবে একজন ক্রিকেটারের মতো তিনিও দেশসেরা করছেন। করোনার এই সংকটের সময় সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন তিনি। মানুষ ও ভাইরাসের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন পাহারাদারের মতো। প্রতিটি দেশের সরকার সংকটের সময় বলছে, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের প্রাপ্য সম্মান দিন। কারণ এই সংকটের সময়ে তাঁরাই আসল শক্তি। নিজেদের জীবন বাজি রেখে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন। তাঁদেরকেও কিছু ফিরিয়ে দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর তাই এক মহৎ উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। রেইজ দ্যা ব্যাট নামের একটি ক্যাম্পেইন চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। 

এই ক্যাম্পেইন-এর উদ্দেশ্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানজ্ঞাপন। এদিন যেমন ভারতীয় ডাক্তার বিকাশ কুমারকে সম্মান জানাল ইংল্যান্ড ক্রিকেট দল। বছর তিনেক আগে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের সময় তিনি ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন। সেই দিন যেন স্বপ্ন পূরণ না হওয়ার ব্যথা ডাক্তার বিকাশ কুমারের বুকে চিনচিন করে উঠেছিল। কিন্তু এবার ইংল্যান্ডের অন্যতম অলরাউন্ডার বেন স্টোকস তাঁর নামের জার্সি পরে মাঠে নামতেই স্বপ্ন পূরণ না হওয়ার সেই ব্যথা উধাও। ডারহাম- এর ন্যাশনাল হেল্প সার্ভিস-এ কোভিড যোদ্ধা হিসেবে কর্তব্যরত ডাক্তার বিকাশ কুমার। ভাইরাসের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়ছেন। তাঁর মতো আরো অসংখ্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাবে ইংল্যান্ড ক্রিকেট দল। ইতিমধ্যে তাঁদের এই অনন্য উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। 

আরও পড়ুন-  "২০০৫ সালে নেতৃত্ব কেড়ে নেওয়া সবচেয়ে বড় ধাক্কা! গ্রেগের চক্রান্ত, অন্যরাও সামিল ছিল" বিস্ফোরক সৌরভ গাঙ্গুলি

১১৭ দিন পর সাউদাম্পটনের ক্রিকেট ফিরেছে। টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড দল। আর এই সুযোগে বীরযোদ্ধাদের সম্মান জানাচ্ছে তারা। মৌলানা আজাদ কলেজ থেকে অ্যানাস্থেসিয়া নিয়ে ডিপ্লোমা কোর্স শেষ করার পর ইংল্যান্ডে পাড়ি দেন ডাক্তার বিকাশ কুমার। বছরখানেক ধরে স্ত্রী ও সন্তানকে নিয়ে সেখানেই থাকেন। ডারহামে এখন তিন হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী রয়েছে। ডাক্তার বিকাশ কুমার ও তাঁর সহযোগীরা সেইসব রোগীদের ভাইরাসের হাত থেকে বাঁচানোর নিরলস চেষ্টা করে চলেছেন। দুটি ইনটেন্সিভ কেয়ার ইউনিট ডাক্তার বিকাশ কুমারের তত্ত্বাবধানে রয়েছে। ডাক্তার বিকাশ কুমার বলছিলেন, ''আমাদের পক্ষে লড়াইটা খুব কঠিন। আমরা অনেকেই পরিবার-পরিজনদের ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে এই কঠিন সময়ে লড়াই করছি। তাই এমন উদ্যোগ আমাদের উৎসাহ বাড়িয়ে দেবে। আমার মতো আরও অনেক ডাক্তার ও চিকিৎসা কর্মী রয়েছেন যারা সামনের সারিতে থেকে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন। ভারতেও আমার প্রচুর ডাক্তার বন্ধু রয়েছে। তাঁরাও দিনরাত এক করে লড়াই চালাচ্ছে। এমন উদ্যোগের মাধ্যমে ডাক্তারদের সম্মান জানানো হলে অসম্ভব ভালো লাগে। ইংল্যান্ড ক্রিকেট দলের প্রতিটি সদস্যকে ধন্যবাদ।''

.