রাফাল যুদ্ধবিমানকে স্বাগত জানালেন গম্ভীর-ধাওয়ান-রায়না
রাফাল যুদ্ধবিমানকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও।
নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশামতোই বুধবার দুপুরে আম্বালা এয়ার ফোর্স স্টেশনে এসে পৌঁছে গিয়েছে ৫ রাফাল জেট। জলকামান দিয়ে ওয়াটার স্যালুট দেওয়া হয় যুদ্ধ বিমানকে। রাফাল যুদ্ধবিমানকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও।
The Big Birds are finally here! pic.twitter.com/uk9vdIMlwU
— Gautam Gambhir (@GautamGambhir) July 29, 2020
বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর বলেন, "দ্য বিগ বার্ডস আর ফাইন্যালি হিয়ার।"
Welcome home, Golden Arrows! Incredible moment for our nation #RafaleInIndia pic.twitter.com/Vxih5bZbAs
— Shikhar Dhawan (@SDhawan25) July 29, 2020
গম্ভীরের মতো রাফাল যুদ্ধবিমানকে স্বাগত জানিয়ে শিখর ধাওয়ান টুইটারে লিখেছেন, " ওয়েলকাম হোম গোল্ডেন অ্যারোজ! দেশের জন্য এক অনবদ্য মুহূর্ত..."
A glorious moment for entire nation as @IAF_MCC gets 5 Rafale to join it's "Golden Arrows" squadron. This will surely strengthen our nation security. Congratulations to the entire nation ! Jai Hind #RafaleInIndia #IndianAirForce https://t.co/rR5i0f7HWk
— Suresh Raina (@ImRaina) July 29, 2020
একইভাবে সুরেশ রায়নাও লিখলেন, "এক অভূতপূর্ব মুহূর্তের স্বাক্ষী হল গোটা দেশ। গোল্ডেন অ্যারোজ এসে পৌঁছেছে দেশে।"
আরও পড়ুন - 'ক্লাবের থেকেও অনেক বড় কিছু'-মোহনবাগান দিবসে অভিনব শুভেচ্ছা FIFA-র