Indian Cricket: ক্ষতিপূরণ দিয়ে ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়াল সৌরভের বিসিসিআই

ঘরোয়া ক্রিকেটারদের পাশে দাঁড়াল বিসিসিআই।    

Updated By: Sep 20, 2021, 09:15 PM IST
Indian Cricket: ক্ষতিপূরণ দিয়ে ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিকও বাড়াল সৌরভের বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন: করোনার (Covid 19) ধাক্কা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়ে গিয়েছে। ফের শুরু হতে চলছে আইপিএল ( IPL)। তবে ভারতের ঘরোয়া ক্রিকেট এখনও শুরু করা সম্ভব হয়নি। গত বছর ভাইরাস হানার জন্য রঞ্জি ট্রফি (Ranji Trophy) পর্যন্ত আয়োজন করতে পারেনি বিসিসিআই (BCCI)। স্বাভাবিকভাবেই ঘরোয়া ক্রিকেটাররা সবথেকে বেশি আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ঘোষণা ঘরোয়া ক্রিকেটারদের স্বস্তি দিল।  

আরও পড়ুন: Eden Gardens: নিউজিল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজ, জোড়া ম্যাচ পেল ইডেন গার্ডেন্স

 

করোনার জন্য ২০২০-২১ মরশুমের সব প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব না হওয়ায় বোর্ডের তরফে ঘরোয়া ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শেষমেশ কথা রাখল ভারতীয় বোর্ড। সোমবার বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah) ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৫০ শতাংশ ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন। টুইটারে এই ঘোষণা করেন জয় শাহ। একই সঙ্গে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.