রিও অলিম্পিকে বক্সিং রিংয়ে ভারতের অভিযান শেষ

রিও অলিম্পিকটা একেবারেই ভালো যাচ্ছে না ভারতের। সব খেলা থেকেই এক এক করে বিদায় নিচ্ছেন প্রতিযোগীরা। কোথাও আশা জাগিয়ে। কোথাও বা একেবারে শুরুতেই ব্যর্থ। বক্সিং-এ ভারতের অভিযান শেষ। উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর কাছে ধরাশায়ী হলেন বক্সার বিকাশ কৃষ্ণন। ৭৫ কেজি বিভাগে এদিন কার্যত দাঁড়াতেই পারেননি ২৪ বছর বয়সী বিকাশ।

Updated By: Aug 16, 2016, 11:26 AM IST
রিও অলিম্পিকে বক্সিং রিংয়ে ভারতের অভিযান শেষ

ওয়েব ডেস্ক: রিও অলিম্পিকটা একেবারেই ভালো যাচ্ছে না ভারতের। সব খেলা থেকেই এক এক করে বিদায় নিচ্ছেন প্রতিযোগীরা। কোথাও আশা জাগিয়ে। কোথাও বা একেবারে শুরুতেই ব্যর্থ। বক্সিং-এ ভারতের অভিযান শেষ। উজবেকিস্তানের প্রতিদ্বন্দ্বীর কাছে ধরাশায়ী হলেন বক্সার বিকাশ কৃষ্ণন। ৭৫ কেজি বিভাগে এদিন কার্যত দাঁড়াতেই পারেননি ২৪ বছর বয়সী বিকাশ।

আরও পড়ুন  পদক তো আর চকোলেট নয় তাহলে পদকজয়ীরা সেটাকে কামড়ান কেন?

আজ জিততে পারলেই অন্তত একটি পদক নিশ্চিত করে ফেলতে পারতেন তিনি। কিন্তু এদিন বয়সে চার বছরের ছোট উজবেক প্রতিদ্বন্দ্বীর কাছে শুরু থেকেই পিছিয়ে পড়েন। প্রথম রাউন্ডে একটু লড়াই করলেও, পরের দুটি রাউন্ডে কার্যত আত্মসমর্পণ করেন বিকাশ।

আরও পড়ুন  বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সই নকল করা রীতিমতো প্র্যাকটিস করেছিলেন জোনাকি বসু!

.