দেশের জন্য নয়, ভারতীয় ক্রিকেটাররা নিজেদের জন্য খেলত; বিস্ফোরক ইনজামাম উল হক

ভারতীয় ক্রিকেটাররা স্বার্থপর, নিজেদের জন্য খেলে, সেঞ্চুরি করে!

Updated By: Apr 23, 2020, 05:42 PM IST
দেশের জন্য নয়, ভারতীয় ক্রিকেটাররা নিজেদের জন্য খেলত; বিস্ফোরক ইনজামাম উল হক

নিজস্ব প্রতিবেদন: করোনা ত্রাণ তহবিলে ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ এর প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। এবার চোখা চোখা মন্তব্যে লকডাউনের বাজারে হাওয়া গরম করে দিলেন এক প্রাক্তন পাক অধিনায়ক। ভারতীয় ক্রিকেটাররা স্বার্থপর, নিজেদের জন্য খেলে, সেঞ্চুরি করে! এমনই মন্তব্য করলেন ইনজামাম উল হক।

একটি ইউটিউব শোতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনায় যোগ দেন ইনজামাম উল হক। সেখানেই তিনি বলেন, "আমাদের সময় ভারত বেশ শক্তিশালী দল ছিল! কাগজে-কলমে ওদের ব্যাটিং আমাদের থেকে হয়তো বেশি শক্তিশালী ছিল! কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরা সবসময় দেশের জন্য খেলে, দলের জন্য খেলে। সেখানে ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের জন্য খেলত। সেঞ্চুরি করত। ভারতীয় ক্রিকেটাররা নিজেদের জায়গা ধরে রাখার জন্য খেলতো। ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে এই পার্থক্য দেখেছি।"

তবে কি ইনজামাম সচিন-সৌরভ-লক্ষ্মণ-দ্রাবিড়-সেওয়াগ-যুবরাজদের ইঙ্গিত করতে চেয়েছেন। তবে ইনজির এই মন্তব্য ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন - করোনা বনাম ক্রিকেট! সৌরভ গাঙ্গুলি দিলেন ক্রিকেটপ্রেমীদের দুঃসংবাদ

 

.