ভারতীয় ক্রীড়া জগতে সোনারদিন, কবাডি বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করলেন ভারতের মেয়েরা

ভারতীয় ক্রীড়াজগতে সোনার দিন। নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে কবাডি বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করল ভারতের মেয়েরা। পাঞ্জাবের জলন্ধরে নিউজিল্যান্ডকে ৪৯-২১ হারাল ভারত।

Updated By: Dec 13, 2013, 04:00 PM IST

ভারতীয় ক্রীড়াজগতে সোনার দিন। নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে কবাডি বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করল ভারতের মেয়েরা। পাঞ্জাবের জলন্ধরে নিউজিল্যান্ডকে ৪৯-২১ হারাল ভারত।

খেলার প্রথোমার্দ্ধে নিউজিল্যান্ড ভারতের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি। দ্বিতীয়ার্দ্ধে বিপক্ষ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ভারতীয় দল বিজয়ী পুরস্কার ১ কোটি টাকা পেয়েছে। অনু রানি বেস্ট স্টপারের খেতাব পেয়েছেন। রাম বাতেরি শ্রেষ্ঠ রাইডারের খেতাব জিতে নিয়েছেন।

সেমিফাইনালে ভারত পাকিস্তানকে হারিয়ে ও নিজজিল্যান্ড ডেনমার্ককে হারিয়ে ফাইনালে ওঠেন। তৃতীয়স্থানের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডেনমার্ক ৩৪-৩৩ পয়েন্টে পাকিস্তানকে হারিয়ে দেয়।

এক নজরে এবারের মহিলাদের কবাডি বিশ্বকাপ ২০১৩

> ৩০ নম্ভেম্বর থেকে ১২ ডিসেম্বর পাঞ্জাবে আয়োজিত হয়েছিল এ বছরের মহিলাদের কবাডি বিশ্বকাপ।

> ভারত ও পাকিস্তানের সঙ্গে এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ডেনমার্ক, ইরান, মেক্সিকো, কেনিয়া, পাকিস্তান।

> ২০১১, ২০১২ ও ২০১৩ এই তিনবছরই ভারতের মেয়েরা বিশ্বসেরার তকমা ছিনিয়ে নিয়েছে।

.